কলকাতা, 27 ফেব্রুয়ারি : আগেই দিল্লির হিংসা নিয়ে উদ্বেপ্রকাশ করেছিলেন । শান্তিকামনায় পুরীর মন্দিরে গিয়ে পুজোও দিয়েছেন । এবার নাম না করে ট্রাম্পের সফর ও দিল্লির হিংসাকে যুক্ত করে ফেসবুকে পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । লিখলেন, "তিনি এলেন, বললেন এবং চলে গেলেন, আমার মাতৃভূমি জ্বলতে থাকল ।"
রবিবার উত্তর-পূর্ব দিল্লিতে CAA বিরোধী ও CAA সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয় । যার পর চারদিন কেটে গিয়েছে । মৃত্যু হয়েছে 34 জনের ।
দিল্লির এই পরিস্থিতি নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর চার দিনের সফরে পুরী গিয়ে শান্তি কামনায় জগন্নাথ মন্দিরে পুজোও দেন তিনি । বলেন, চারদিকের পরিস্থিতিতে তাঁর মন কাঁদছে । একইসঙ্গে মানুষে মানুষে যেন বিভেদ না থাকে সেই কামনাও করেন তিনি।
দিল্লি নিয়ে মমতা ব্যানার্জির ফেসবুক পোস্ট আজ এই নিয়ে উদ্বেগপ্রকাশ করে ফের ফেসবুকে পোস্ট করেন তিনি। পোস্টে নাম না করে অ্যামেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর এবং একইসঙ্গে দিল্লির সামগ্রিক পরিস্থিতি নিয়ে লেখেন । তিনি লেখেন, "তিনি এলেন, বললেন এবং চলে গেলেন । আমার মাতৃভূমি জ্বলতে থাকল । বিচলিত শঙ্কিত উদ্বিগ্ন হৃদয় আমার ক্রন্দনরত । মৃত্যুমিছিল বেড়ে গেল । "
বিরোধীদের অনেকেই দিল্লির সংঘর্ষের জন্য BJP-কে দায়ি করেছেন । কিন্তু, সেই পথে হাঁটতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায় । বরং, ওড়িশা যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেছিলেন, "রাজনীতি কোরো না । এটা স্পর্শকাতর বিষয় ।"