কলকাতা, 22 মে: পুলিশে পদোন্নতির ক্ষেত্রে সাম্যতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নবান্ন সূত্রে খবর, এদিন রাজ্য মন্ত্রিসভায় কলকাতা পুলিশের ইন্সপেক্টর পদে পদোন্নতির বিষয়ে একটি সুপারিশ জমা পড়েছিল । এক্ষেত্রে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী ৷ রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের পদোন্নতির বিষয়গুলি যাতে একসঙ্গে হয় সেই বিষয়ে নির্দেশ দিয়েছেন তিনি ।
তবে আপাতত কলকাতা পুলিশের ইন্সপেক্টর স্তরে পদোন্নতির বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি মুখ্যমন্ত্রী । জানা গিয়েছে, রাজ্য পুলিশের কাছ থেকে পদোন্নতির তালিকা পেলে তিনি একসঙ্গে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন । আসলে মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের মধ্যে কোনও বিভেদ রাখতে চাইছেন না । পুলিশের এই দুই বিভাগের মধ্যে সাম্যতা আনার জন্য ইতিমধ্যেই ভাতা, পুলিশের পোশাক-সহ একাধিক ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে নবান্ন । এক্ষেত্রেও মোটের উপর সাম্যতার নীতি গ্রহণ করতে চাইছে তৃণমূল সরকার ।