পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নেতাজির সব ফাইল প্রকাশ্যে আনার দাবি মুখ্যমন্ত্রীর

নেতাজির 125তম জন্মজয়ন্তী নিয়ে নবান্নে ভার্চুয়াল বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

cm mamata banerjee demand Subhas Chandra Bose file to reveal
cm mamata banerjee demand Subhas Chandra Bose file to reveal

By

Published : Jan 4, 2021, 5:00 PM IST

Updated : Jan 4, 2021, 5:57 PM IST

কলকাতা, 4 জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী নিয়ে নবান্নে ভার্চুয়াল বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৈঠকে নেতাজির সব ফাইল প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "আমরা চাই কেন্দ্রীয় সরকার নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে সমস্ত ফাইল প্রকাশ্যে আনুক ৷" এছাড়া 23 জানুয়ারি দিনটি রাজ্যে দেশ নায়ক দিবস হিসেবে পালিত হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷

বৈঠকে নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণার দাবিও করেছেন তিনি ৷ ভার্চুয়াল বৈঠকে মমতা বলেন, "আমি ব্যক্তিগতভাবে মনে করি স্বাধীনতার পর আমরা নেতাজিকে নিয়ে বিশেষ কিছু করতে পারিনি ৷ আমি কেন্দ্রকে চিঠি লিখে নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করার আবেদন করেছি ৷ এটা আমার দাবি ৷" তিনি বলেন, 23 জানুয়ারি 12.15 মিনিটে সাইরেন বাজবে ৷ সেইসময় বাড়ি বাড়ি উলু, শঙ্খধ্বনি বাজানোর আবেদন করেছেন মুখ্যমন্ত্রী ৷

আজ নবান্নে এই বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগ দেন যোগেন চৌধুরি, সুগত বসুসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ৷ অনলাইনে বৈঠকে যোগ দেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যেপাধ্যায়, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রমুখ ৷ নেতাজির 125তম জন্মজয়ন্তী কীভাবে পালন করা যায় তা এই বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জানতে চান মুখ্যমন্ত্রী ৷ যোগেন চৌধুরি বলেন, "স্কুলে কলেজে সমস্ত জায়গায় নেতাজির আদর্শ, তাঁর ভাবনা ছড়িয়ে দেওয়া উচিত ৷ সেদিন নেতাজির উপর শিল্পীরা ছবি আঁকবে ৷ 125তম জন্মবার্ষিকী উপলক্ষে পোস্টকার্ডের মতো তৈরি করা হবে ৷ সেখানে থাকবে নেতাজির বাণী ও ছবি ৷"

সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, "ছেলেবেলার হিরো ছিলেন নেতাজি ৷ এখন সবার মধ্যে নেতাজি সম্পর্কে সেই ভাবাবেগ দেখতে পাই না ৷ তবে মিছিল করার থেকে মানুষকে জানানো হোক যে নেতাজি কী ছিলেন ৷ এতে মানুষ উদ্বুদ্ধ হবেন ৷ এসব তুলে ধরা কঠিন হলেও একদম ইয়াং জেনারেশনের কাছে নেতাজি সম্পর্কে শুভ ভাবনা কীভাবে পৌঁছে দেওয়া যায় তা দেখা হোক ৷"

Last Updated : Jan 4, 2021, 5:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details