কলকাতা, 16 জুলাই: রাজ্যে অঙ্গ প্রতিস্থাপনের অনেক নিদর্শন থাকলেও, অতীতে কখনই হাত প্রতিস্থাপনের নজির দেখা যায়নি ৷ শনিবারই এমন বিরল নজিরের সাক্ষী থেকেছে বাংলা ৷ সৌজন্যে এসএসকেএম হাসপাতাল ৷ বাংলার হাসপাতাল হিসেবে এই বিরল কৃতিত্বের অধিকারী হওয়ার জন্য চিকিৎসকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার টুইট বার্তায় তাঁদের এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে, মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আপনারা আমাদের গর্বিত করেছেন ৷’’
এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সোশাল মিডিয়া সাইটে লেখেন, ‘‘এই অসামান্য সাফল্য লাভে জন্য আমি আমাদের সরকারের পক্ষ থেকে সকল চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের অভিনন্দন জানাই ৷ এসএসকেএম হাসপাতালে হাত প্রতিস্থাপনের মাধ্যমে আপনারা একটা রেকর্ড করেছেন ৷ স্বভাবতই আপনারা আমাদের গর্বিত করেছেন ৷ আপনাদের কুর্নিশ জানাই ৷’’
উল্লেখ্য, এখনও পর্যন্ত গোটা বিশ্বে এই ধরনের বিরল সাফল্য এসেছে 110টি'র মতো ঘটনায় ৷ আর ভারতে এমন সাফল্য হাতেগোনা, মাত্র 15টি ৷ আর সেই তালিকায় নাম জুড়েছে বাংলার সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমের ৷ হাওড়ার রাজাপুরের বাসিন্দা বছর 43 এর হরিপদ রানা ৷ একটি দুর্ঘটনার পর তাঁকে প্রথমে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ৷ পরে সেখান থেকে গত 9 জুলাই তাঁকে নিয়ে আসা হয় এসএসএকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ৷