পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Praises SSKM: হাত প্রতিস্থাপনের বিরল সাফল্য, এসএসকেএমের চিকিৎসকদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর - হাত প্রতিস্থাপন

এসএসকেএম হাসপাতালে হাত প্রতিস্থাপন করে এক বিরল নজির গড়েছেন চিকিৎসকরা ৷ এই সাফল্যের জন্য এসএসকেএম-এর চিকিৎসকদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানালেন, হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীরা বাংলাকে গর্বিত করেছেন ৷

Mamata Congratulates SSKM Doctors ETV BHARAT
Mamata Congratulates SSKM Doctors

By

Published : Jul 16, 2023, 8:25 PM IST

কলকাতা, 16 জুলাই: রাজ্যে অঙ্গ প্রতিস্থাপনের অনেক নিদর্শন থাকলেও, অতীতে কখনই হাত প্রতিস্থাপনের নজির দেখা যায়নি ৷ শনিবারই এমন বিরল নজিরের সাক্ষী থেকেছে বাংলা ৷ সৌজন্যে এসএসকেএম হাসপাতাল ৷ বাংলার হাসপাতাল হিসেবে এই বিরল কৃতিত্বের অধিকারী হওয়ার জন্য চিকিৎসকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার টুইট বার্তায় তাঁদের এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে, মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আপনারা আমাদের গর্বিত করেছেন ৷’’

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সোশাল মিডিয়া সাইটে লেখেন, ‘‘এই অসামান্য সাফল্য লাভে জন্য আমি আমাদের সরকারের পক্ষ থেকে সকল চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের অভিনন্দন জানাই ৷ এসএসকেএম হাসপাতালে হাত প্রতিস্থাপনের মাধ্যমে আপনারা একটা রেকর্ড করেছেন ৷ স্বভাবতই আপনারা আমাদের গর্বিত করেছেন ৷ আপনাদের কুর্নিশ জানাই ৷’’

উল্লেখ্য, এখনও পর্যন্ত গোটা বিশ্বে এই ধরনের বিরল সাফল্য এসেছে 110টি'র মতো ঘটনায় ৷ আর ভারতে এমন সাফল্য হাতেগোনা, মাত্র 15টি ৷ আর সেই তালিকায় নাম জুড়েছে বাংলার সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমের ৷ হাওড়ার রাজাপুরের বাসিন্দা বছর 43 এর হরিপদ রানা ৷ একটি দুর্ঘটনার পর তাঁকে প্রথমে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ৷ পরে সেখান থেকে গত 9 জুলাই তাঁকে নিয়ে আসা হয় এসএসএকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ৷

আরও পড়ুন:পূর্ব এশিয়ায় এই প্রথম, হাত প্রতিস্থাপনে নজির গড়ল এসএসকেএম

দুর্ঘটনার পর থেকেই অচৈতন্য ছিলেন ওই ব্যক্তি ৷ 13 জুলাই রাতে চিকিত্‍সকরা জানান হরিপদর ব্রেন ডেথ হয়েছে ৷ সেই মতো পরিবারকে অঙ্গ প্রতিস্থাপনের প্রস্তাব দেওয়া হয় ৷ তাতে সম্মতি জানায় পরিবারের সদস্যরা ৷ এর পরেই শুরু হয় গ্রহিতার খোঁজ ৷ বারাসতের 21 বছরের এক যুবকের সম্প্রতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাত কাটা যায় ৷ তালিকা মিলিয়ে তাঁকেই হরিপদ রানার হাত দেওয়ার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ ৷ গত শুক্রবার 15 ঘণ্টার অস্ত্রোপচারের পর হাত প্রতিস্থাপন করা হয়েছে ৷

হরিপদ রানার হৃদপিণ্ড পেয়েছেন হাওড়ার এক স্কুলশিক্ষক ৷ পাশাপাশি, তাঁর কিডনি, চোখ-সহ একাধিক অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে সরকারি তালিকা অনুযায়ী ৷ আর এসএসকেএম হাসপাতালের এই বিরল অস্ত্রোপচার ও তার সাফল্যের জন্য এ দিন মুখ্যমন্ত্রীও চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের অভিনন্দন জানালেন ৷

ABOUT THE AUTHOR

...view details