পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ICSE ও ISC-তে ভালো ফল রাজ্যের, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

কলকাতার অধিকাংশ স্কুলেই পড়ুয়াদের সফলতার হার 100 শতাংশ । রামমোহন মিশন হাইস্কুলে ICSE-তে 98 জন পড়ুয়া 90 শতাংশের উপরে নম্বর পেয়েছে ।

ICSE and ISC result
ফাইল ছবি

By

Published : Jul 11, 2020, 2:28 AM IST

কলকাতা, 11 জুলাই : ICSE ও ISC-এর ফল প্রকাশ করেছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজ়ামিনেশন (CISCE )। পরীক্ষায় ভালো ফল করেছে রাজ্যের পড়ুয়ারা । ICSE-তে মোট 37 হাজার 258 জন পরীক্ষার্থীর মধ্যে 36 হাজার 920 জন পরীক্ষার্থী সফল হয়েছে । ISC পরীক্ষায় 25 হাজার 58 জনের মধ্যে সফল হয়েছে 24 হাজার 453 জন পরীক্ষার্থী ।

ফল প্রকাশের পরেই টুইট করে ICSE ও ISC পরীক্ষার্থীদের সাফল্যের জন্য শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী । টুইটারে শুভেচ্ছা বার্তায় তিনি লেখেন, "2020 বর্ষের ব্যাচের সফল ICSE ও ISC পড়ুয়াদের অভিনন্দন । আশা করি, তোমরা যে মানসিক আঘাতের মুখোমুখি হলে তা তোমাদের জীবনে আরও সাফল্যের জন্য একটা শিক্ষা হিসেবে কাজ করবে । এই পরিস্থিতি সহ্য করার জন্য শিক্ষক এবং অভিভাবকদের প্রশংসা জানাচ্ছি । আরও ভালো কর । তোমাদের সব স্বপ্নপূরণ হোক ।"

কলকাতার অধিকাংশ স্কুলেই পড়ুয়াদের সফলতার হার 100 শতাংশ । চলতি বছর রাজ্যের 382 টি স্কুলের পড়ুয়া ICSE পরীক্ষায় অংশগ্রহণ করেছিল । ISC পরীক্ষায় অংশগ্রহণ করেছিল রাজ্যের 270 টি স্কুলের পড়ুয়া। ICSE-তে রাজ্যের 20 হাজার 743 জন ছাত্র ও 16 হাজার জন ছাত্রী অংশগ্রহণ করেছিল । 13 হাজার 800 জন ছাত্র ও 11 হাজার 258 জন ছাত্রী অংশগ্রহণ করেছিল ISC-তে।রামমোহন মিশন হাইস্কুলে ICSE-তে 98 জন পড়ুয়া 90 শতাংশের উপরে নম্বর পেয়েছে । 98.4 শতাংশ নম্বর নিয়ে স্কুলের মধ্যে প্রথম হয়েছে সারাংশ টঙ্ক । ISC-তে 90 শতাংশের উপরে নম্বর পেয়েছে 19 জন পড়ুয়া । 97 শতাংশ নম্বর নিয়ে স্কুলে প্রথম রাইনা সান্তুয়া । বরানগরের সেন্ট্রাল মর্ডান স্কুল ও অ্যাডামস ইন্টারন্যাশনাল স্কুলের 100 শতাংশ পড়ুয়া সফল হয়েছে বলে জানাচ্ছে স্কুল কর্তৃপক্ষ।

ABOUT THE AUTHOR

...view details