কলকাতা, 11 জুলাই : ICSE ও ISC-এর ফল প্রকাশ করেছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজ়ামিনেশন (CISCE )। পরীক্ষায় ভালো ফল করেছে রাজ্যের পড়ুয়ারা । ICSE-তে মোট 37 হাজার 258 জন পরীক্ষার্থীর মধ্যে 36 হাজার 920 জন পরীক্ষার্থী সফল হয়েছে । ISC পরীক্ষায় 25 হাজার 58 জনের মধ্যে সফল হয়েছে 24 হাজার 453 জন পরীক্ষার্থী ।
ICSE ও ISC-তে ভালো ফল রাজ্যের, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর - CISCE
কলকাতার অধিকাংশ স্কুলেই পড়ুয়াদের সফলতার হার 100 শতাংশ । রামমোহন মিশন হাইস্কুলে ICSE-তে 98 জন পড়ুয়া 90 শতাংশের উপরে নম্বর পেয়েছে ।
ফাইল ছবি
ফল প্রকাশের পরেই টুইট করে ICSE ও ISC পরীক্ষার্থীদের সাফল্যের জন্য শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী । টুইটারে শুভেচ্ছা বার্তায় তিনি লেখেন, "2020 বর্ষের ব্যাচের সফল ICSE ও ISC পড়ুয়াদের অভিনন্দন । আশা করি, তোমরা যে মানসিক আঘাতের মুখোমুখি হলে তা তোমাদের জীবনে আরও সাফল্যের জন্য একটা শিক্ষা হিসেবে কাজ করবে । এই পরিস্থিতি সহ্য করার জন্য শিক্ষক এবং অভিভাবকদের প্রশংসা জানাচ্ছি । আরও ভালো কর । তোমাদের সব স্বপ্নপূরণ হোক ।"