কলকাতা, 11 সেপ্টেম্বর:মঙ্গলবার বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার আগে মন্ত্রিসভায় রদবদল করেছেন তিনি ৷ বাবুল সুপ্রিয়কে পর্যটন দফতর থেকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছে মন্ত্রী ইন্দ্রনীল সেনকে । বাবুল সুপ্রিয়কে দেওয়া হয়েছে অচিরাচরিত শক্তি দফতরের দায়িত্ব । তবে তথ্য-প্রযুক্তি দফতরের দায়িত্ব বাবুল সুপ্রিয়র হাতেই থাকছে বলে জানা গিয়েছে । অন্যদিকে অরূপ রায়কে সমবায় দফতর থেকে সরিয়ে তাঁকে দেওয়া হয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতর । গুলাম রব্বানিকে দেওয়া হয়েছে পরিবেশ দফতর ৷ তাঁর কাছে এতদিন ছিল খাদ্য প্রক্রিয়াকরণ দফতর ৷ নবান্নের তরফে সোমবার এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷
আরও পড়ুন: বিদেশযাত্রার আগে মুখ্যমন্ত্রীকে টেনশন দিতে চাই না, নবান্নে পাঠানো চিঠি প্রসঙ্গে মন্তব্য রাজ্যপালের
রাজ্য মন্ত্রিসভার প্রবীণ সদস্য প্রদীপ মজুমদারকে পঞ্চায়েত দফতরের পাশাপাশি সমবায় দফতরের দায়িত্বও দেওয়া হয়েছে ৷ একই সঙ্গে দায়িত্ব বেড়েছে জ্যোতিপ্রিয় মল্লিকেরও ৷ বন দফতরের পাশাপাশি তাঁকে শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্বও দেওয়া হয়েছে ৷ এক্ষেত্রে উল্লেখযোগ্য হল, অতীতে ইন্দ্রনীল সেন পর্যটন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ছিলেন ইন্দ্রনীল সেন ৷ সেই দফতরই ফিরিয়ে দেওয়া হল তাঁকে ৷ রাজ্য পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান পদেও রয়েছেন ইন্দ্রনীল ৷ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্বেও ইন্দ্রনীল রয়েছেন ৷
12 সেপ্টেম্বর থেকে বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷ 23 সেপ্টেম্বর তাঁর ফেরার কথা ৷ স্পেন ও দুবাই সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷ আগেই জানা গিয়েছিল মুখ্যমন্ত্রী বিদেশ সফরে যাওয়ার আগেই মন্ত্রিসভায় রদবদল করতে পারেন ৷ এই সংক্রান্ত একটি ফাইল রাজভবনেও পাঠানো হয় ৷ তবে এদিন মন্ত্রিসভায় নতুন কোনও মুখ আনেননি মুখ্যমন্ত্রী ৷ মন্ত্রীদের মধ্যেই কিছু দফতরের দায়িত্ব বদল করে দিয়েছেন ৷ বাড়তি দায়িত্ব পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, তাঁকে গুরুত্ব দিয়ে শিল্প পুনর্গঠন দফতরে নিয়ে আসা হয়েছে ৷