কলকাতা, 5 জুন: শেষ মুহূর্তে বাতিল হল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় সফর । আজ অর্থাৎ সোমবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল বাংলার মুখ্যমন্ত্রীর । আগামী চারদিন শিল্প সম্মেলন-সহ একাধিক কর্মসূচি ছিল তাঁর । কিন্তু শেষ মুহূর্তে তিনি এই সফর বাতিল করলেন । আপাতত তিনি ওড়িশার বালাসোরের ট্রেন দুর্ঘটনায় মৃতদের দেহগুলি তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া এবং আহতদের চিকিৎসার তদারকির কাজে নিযুক্ত থাকতে চান । যেহেতু এই মুহূর্তে রেল দুর্ঘটনার মত একটা বিরাট সংকট রয়েছে তাই এই অবস্থায় পাহাড় সফর করতে চাইছেন না মমতা ৷ বরং সম্পূর্ণ বিষয়টি মিটে গেলে তিনি আবার পাহাড়ে যেতে পারেন বলেই খবর । সফর বাতিলের প্রসঙ্গে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, আপাতত সফর বাতিল হয়েছে। মুখ্যমন্ত্রী কবে পাহাড়-সফরে যাবেন তা পরে জানিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, শুক্রবার ওড়িশার বালাসোরের বাহানাগা বাজারের কাছে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটে ৷ দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল ও যশবন্তপুর এক্সপ্রেস ট্রেন দুটি ৷ এই ঘটনায় মৃত্যু হয়েছে 270'র বেশি যাত্রীর ৷ আহত 900'র বেশি ৷ তাদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন বাসিন্দা ৷ মমতা বন্দ্যোপাধ্যায় খোদ হেলিকপ্টারে করে পরিস্থিতির তদারকি করতে শনিবার উড়ে গিয়েছিলেন বালাসোরে ৷ তিনি ঘটনাস্থলে গিয়ে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেন ৷ রাজ্যের তরফে আর্থিক সাহায্যের ঘোষণাও করেন মমতা ৷ রবিবার উদ্ধার কাজ শেষ হয়েছে ৷ রেল দুর্ঘটনায় মৃতদের দেহ আনতে বাংলা থেকে নবীন পট্টনায়েকের রাজ্যে গিয়ে পৌঁছেছে পরিবারের লোকেরা ৷ একে একে ওড়িশা থেকে ট্রেনে থাকা যাত্রীদের দেহ ফেরানো হচ্ছে বাংলায় ৷ আর তাই সেই কাজেরই তদারকি করার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সোমবারের পাহাড় সফর বাতিল করলেন ৷
আরও পড়ুন:বালাসোর ট্রেন বিপর্যয়ে দুর্ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়