পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee উন্নয়নকে দিশা দিতে কাজের পর্যালোচনা, নবান্নে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী - CM called a Meeting at Nabanna

দফতরের কাজের পর্যালোচনা এবং উন্নয়নের কাজকে দিশা দিতে আগামী 7 সেপ্টেম্বর নবান্ন সভাঘরে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই বৈঠকে সমস্ত দফতরের মন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের উপস্থিত থাকতে বলা হয়েছে (CM called a Meeting at Nabanna) ।

Mamata Banerjee
নবান্নে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

By

Published : Aug 30, 2022, 8:59 AM IST

কলকাতা, 30 অগস্ট: সামনে পঞ্চায়েত নির্বাচন । তারমধ্যেই পার্থ-অনুব্রতর গ্রেফতারি সরকারের অস্বস্তি বাড়িয়েছে । প্রতিমুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ভাবমূর্তি বাঁচাতে লড়াই করতে হচ্ছে । ঠিক এই অবস্থায় প্রতিটি দফতরের কাজের পর্যালোচনা এবং উন্নয়নের কাজকে দিশা দিতে আগামী 7 সেপ্টেম্বর নবান্ন সভাঘরে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM called a Meeting at Nabanna) । এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে সমস্ত দফতরের মন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের । একইভাবে থাকবেন দফতরের আধিকারিকরাও । সেখানেই দফতরগুলির কাজের বিস্তারিত পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী ।

এই ধরনের পর্যালোচনা বৈঠক নতুন নয় । প্রত্যেক দু'মাস বা তিন মাস অন্তর এই ধরনের বৈঠক নবান্ন সভাগৃহে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে এবারের এই বৈঠক অবশ্যই তাৎপর্যপূর্ণ । উৎসবের মরশুম সামনে, একইসঙ্গে সরকার-সহ বিভিন্ন দফতরের কাজকর্মে প্রশ্নচিহ্ন উঠছে, এই অবস্থায় মুখ্যমন্ত্রী বৈঠক ডেকেছেন দফতরগুলির কাজকর্ম পর্যালোচনা করবেন বলে ।

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর চেয়ারে দুষ্কৃতী বসেছেন গ্রেফতার করা উচিত, মমতাকে আক্রমণ সুজনের

ওয়াকিবহাল মহলের বৈঠক এক্ষেত্রে সরকারের ভাবমূর্তিকে উজ্জ্বল করতে বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী । আগেই দলের তরফ থেকে বারবার বলা হয়েছে দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্সের কথা । এক্ষেত্রে নবান্নের শীর্ষস্তর থেকে শুরু করে একদম তৃণমূল স্তর পর্যন্ত প্রশাসনের কাজকর্মের পর্যালোচনা করবেন তিনি । ইতিমধ্যেই সমস্ত দফতরকে তাদের কাজকর্মের রিপোর্ট আজ অর্থাৎ মঙ্গলবারের মধ্যে জমা করতে বলা হয়েছে । একইভাবে চলতি সপ্তাহের মধ্যেই জেলাগুলি থেকেও কাজকর্মের তথ্য চেয়েছে নবান্ন । আগামী সপ্তাহে তা নিয়ে পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী ।

এখনও পর্যন্ত যতদূর জানা যাচ্ছে তাতে ওই দিন জেলাশাসকদের সঙ্গেও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী । ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখেই আসন বিন্যাস এবং আসন সংরক্ষণের কাজ শুরু হয়েছে সে বিষয়েও খোঁজখবর নেবেন তিনি । পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পে যে বিভিন্ন জেলা থেকে পঞ্চায়েত, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির স্তরে দুর্নীতির অভিযোগ উঠছে তা নিয়েও তথ্য তলাশ করতে পারেন মুখ্যমন্ত্রী ।

ABOUT THE AUTHOR

...view details