কলকাতা, 17 জানুয়ারি: লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ আর এদিকে আরও বেশি করে মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধের কথা পৌঁছে দিতে তৎপর পশ্চিমবঙ্গ সরকার ৷ মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, যাঁরা এখনও সরকারি প্রকল্পগুলির সুবিধে পাচ্ছেন না, তাঁদের জন্য 20 জানুয়ারি থেকে পাড়ায় সমাধানের ধাঁচে নতুন ক্যাম্পে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন ৷
এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি ঘোষণা করেন, লোকসভা নির্বাচনের আগে প্রতিটি নির্বাচনী বুথে পৌঁছে যাবেন সরকারি আধিকারিকেরা ৷ লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিধবা ভাতা- সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনতে এবার বুথ ধরে ধরে কর্মসূচি ঘোষণা করল রাজ্য ৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "20 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেক পোলিং স্টেশনে আমরা ক্যাম্প করব। পাড়ায় সমাধান ধাঁচে ৷ জনসংযোগ কর্মসূচি ৷"
মুখ্যমন্ত্রীর কথায়, "বহু মানুষ ব্লকে পৌঁছতে পারে না ৷ আবার অনেকে কৃষকভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবাভাতা, জাতিগত শংসাপত্র পাননি ৷ বঞ্চিত হয়েছেন ৷ তাঁদের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে এবার পোলিং স্টেশন অনুযায়ী 3 জন সরকারি আধিকারিক বসবেন ৷" এর সঙ্গে মুখ্যমন্ত্রীর আবেদন, যাঁরা সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন, তফসিলি জাতি ও তফসিলি উপজাতিরা যারা শংসাপত্র পাননি, রেশন পাচ্ছেন না, তাঁরা এই সমাধানে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন ৷
এর আগেই শুরু হয়েছিল দুয়ারে সরকার ৷ আমজনতার কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে দুয়ারে সরকার প্রকল্প চালু হয় ৷ এর সঙ্গে চালু হয়েছে পাড়ায় পাড়ায় পাড়ায় পাড়ায় সমাধান ৷ এত কিছুর পরেও রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি পরিষেবা না পাওয়ার অভিযোগ উঠেছে ৷ এবার সেই অভিযোগগুলিও নির্মূল করতে চাইছে রাজ্য সরকার ৷ সে কারণেই মঙ্গলবার নতুন কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
আরও পড়ুন:
- 'সম্প্রীতি' নষ্ট করতেই মিছিলের ডাক মমতার, কটাক্ষ শুভেন্দুর
- দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙার কথাই বলেনি রেল, মমতার মন্তব্যে প্রতিক্রিয়া মেট্রো কর্তৃপক্ষের
- রাম মন্দিরের উদ্বোধনের দিন রাজ্যজুড়ে সম্প্রীতি মিছিলের ডাক মমতার