পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cable Operators: স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় কেবল অপারেটররা, ঘোষণা মুখ্যমন্ত্রীর - কলকাতার মেয়র

কেবল অপারেটররা এবার আসছেন সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় ৷ একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

CM Mamata Banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jul 18, 2023, 1:49 PM IST

কলকাতা, 18 জুলাই: কেবল টিভির অপারেটরদের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁদের এবার সামাজিক সুরক্ষা যোজনার আওতায় নিয়ে আসার কথা জানিয়েছেন তিনি । কেবল অপারেটারদের প্রত্যেকে যাতে স্বাস্থ্যসাথী কার্ড পায়, তা রাজ্য সরকার সুনিশ্চিত করবে । কলকাতা ওয়েলফেয়ার আ্যাসোসিয়েশন অফ ব্রডব্যান্ড আ্যান্ড কেবল টিভি অপারেটার্স-এর 12 তম বার্ষিক অনুষ্ঠান ছিল সোমবার ৷ সেখানেই ফোন মারফত মুখ্যমন্ত্রী এই কথা জানান । পাশাপাশি মমতা জানিয়েছেন, অপারেটারদের নানান ধরনের সমস্যার কথা জানতে দুর্গা পুজোর আগে তিনি তাঁদের নিয়ে বৈঠক করবেন । বৈঠকের কিছু দিন আগে তার দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে ।

মুখ্যমন্ত্রী আরও কিছু ঘোষণা করেছেন ৷ তিনি বলেন, "আমাদের ভবিষ্যৎ স্কিম আছে । যাতে সরকার 5 লক্ষ টাকা গ্র্যান্ট দেয় । ওই টাকা নিয়ে আপনারা গ্রামেগঞ্জে ব্যবসা করতে পারবেন । নিজেদের পায়ে দাঁড়াতে পারবেন । আপনাদের যে কোনও বিপদে-আপদে আমি ছিলাম, আছি, থাকব ।" এদিনের অনুষ্ঠানে অতিথি ছিলেন কলকাতার মেয়র এবং পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । তিনি সেখানে উপস্থিতি কেমন অপারেটরদের উদ্দেশে ভাষণে বলেন, "এখন এমএসও এবং কেবল অপারেটারদের ব্যবসা চলছে না । বড় টেলিকম সংস্থাগুলি এখন এই ব্যবসায় এসে গিয়েছে । তারা এসে ডিরেক্ট-টু-হোম ব্যবহার করে এই সমস্ত অপারেটার ও তাদের কর্মীদের পথে বসিয়ে দিচ্ছে ৷"

কেবল টিভি অপারেটরদের সঙ্গে মেয়র ফিরহাদ হাকিম

আরও পড়ুন:শহরে মাটির তলা দিয়ে যাবে কেবল-ইন্টারনেটের লাইন

ফিরহাদ আরও বলেন, "রাজ্যে প্রায় 5 লক্ষ কেবল অপারেটার রয়েছে । তাদের সঙ্গে আরও 50 লক্ষ মানুষ কাজ করেন । আমাদের কোনও একটা পলিসি করতে হবে । বড় অপারেটার এসে যাওয়ায় ছোটরা বন্ধ হয়ে গেল, এটা হতে পারে না । আমরা আম্বানি, আদানিদের আনতে পারিনি । কিন্ত গরিব মানুষের পাশে দাঁড়িয়েছি ।" তাঁর মন্তব্য, বড় টেলিকম সংস্থা বেআইনিভাবে ওভারহেড ফাইবার লাইন টানছে । সেই তার যখন কেটে পরিষ্কার করা হচ্ছে তখন তাদের লবি কেবল অপারেটারদের আ্যারেস্ট করাচ্ছে । পুলিশি হেনস্তার শিকার হচ্ছেন অপারেটাররা । এ দিন কলকাতর মেয়র ছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু । তাঁদের উপস্থিতিতে সংস্থার পক্ষ থেকে 'কলকাতা গৌরব' সম্মান তুলে দেওয়া হয় সমাজের নানা ক্ষেত্রের গুণীজনদের হাতে ।

ABOUT THE AUTHOR

...view details