পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sikkim Flash Flood: উত্তরবঙ্গের পথে মন্ত্রী-আমলারা, 23 সেনা নিখোঁজে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - জলপাইগুড়ি

বুধবার ভোররাতে সিকিমের তিস্তা নদীতে হড়পা বান, লোনাকলেকের উপরে মেঘ ভাঙা বৃষ্টির ঘটনায় বিপর্যস্ত পুরো রাজ্য ৷ এতে জলপাইগুড়ি-সহ কালিম্পং, দার্জিলিং প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ৷ এই ঘটনায় দুশ্চিন্তায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat
সিকিমের পরিস্থিতিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 12:14 PM IST

Updated : Oct 4, 2023, 12:44 PM IST

কলকাতা, 4 অক্টোবর: মেঘ ভাঙা বৃষ্টি এবং তার ফলে হড়পা বান ৷ এই প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত সিকিম ৷ এর সঙ্গে যোগ হয়েছে বাঁধ থেকে ছাড়া জল ৷ সব মিলিয়ে সিকিমের অবস্থা খুবই খারাপ ৷ প্রবল বেগে বয়ে চলেছে খরস্রোতা তিস্তা ৷ এর মধ্যেই 23 জন সেনা জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ ওই সেনা জওয়ানরা জলের তোড়ে ভেসে যেতে পারেন বলে আশঙ্কা ৷ তবে তাঁদের খোঁজে তল্লাশি চলছে ৷ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

বুধবার সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "সিকিমে হড়পা বান এবং মেঘ ভাঙা বৃষ্টিতে 23 জন সেনার খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ এই খবরে গভীর দুশ্চিন্তায় রয়েছি ৷ আমি আশ্বাস দিচ্ছি, এই ঘটনায় পশ্চিমবঙ্গ সরকার সব দিক দিয়ে সাহায্য করবে ৷"

এদিন ভোররাতে উত্তর সিকিমে লোনাকলেকের উপরে মেঘ ভাঙা বৃষ্টি হয় ৷ এতে সিকিমের তিস্তা নদীতে হড়পা বান এসেছে ৷ এর সঙ্গে চুংথাং বাঁধ থেকে জল ছাড়া হচ্ছে ৷ ফলত বিপর্যস্ত পুরো রাজ্য ৷ এই অবস্থায় জলপাইগুড়ির তিস্তা নদীর অংশেও জল বাড়ছে ৷ উত্তরের এই জেলায় বন্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

সোশাল মিডিয়ায় এই বিষয়টিও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি সতর্কবার্তা দিয়েছেন, "সিকিমে মেঘ ভাঙা বৃষ্টির প্রভাব পড়তে পারে আমাদের রাজ্যেও ৷ আমি উত্তরবঙ্গের সংশ্লিষ্ট প্রশাসনকে যতটা সম্ভব সজাগ থাকার আরজি জানাচ্ছি, যাতে মরশুমের এই ভয়ঙ্কর বিপর্যয়ের সঙ্গে মোকাবিলা করা যায় ৷ ইতিমধ্যেই আমি আমার মুখ্যসচিবকে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি ৷ দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কথাও জানিয়েছি ৷ উদ্ধার এবং ত্রাণকার্যের বিষয়টি দেখতে রাজ্যের মন্ত্রী এবং আইএস আধিকারিকরা উত্তরবঙ্গে যাচ্ছেন ৷"

নবান্নকে সদা সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই বিষয়ে তিনি রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে ফোনে কথা বলেছেন ৷ তাঁর নির্দেশেই মুখ্যসচিব দফায় দফায় উত্তরবঙ্গের জেলাগুলির প্রশাসনের সঙ্গে কথা বলছেন ৷ সূত্রের খবর, বুধবার দুপুরের দিকে মুখ্যমন্ত্রী এই নিয়ে সাংবাদিক বৈঠকও করতে পারেন ৷

আরও পড়ুন: লোনাক লেকে মেঘভাঙা বৃষ্টি ! তছনছ গোটা উত্তর সিকিম, নিখোঁজ 23 সেনা আধিকারিক

Last Updated : Oct 4, 2023, 12:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details