কলকাতা, 31 মার্চ : গোটা দেশ কোরোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় তৎপর ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৷ প্রধানমন্ত্রীর তরফে খোলা হয়েছে ত্রাণ তহবিল ৷ সেই ত্রাণ তহবিলে অনুদান দিলেন মুখ্যমন্ত্রী ৷ প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে ৫ লাখ টাকা অনুদান দিলেন তিনি ৷ পাশাপাশি, তাঁর নিজের তৈরি ত্রাণ তহবিলেও দিলেন 5 লাখ টাকা ৷
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ লাখ টাকা দান মমতার - প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকা দান মমতার
প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে ৫ লাখ টাকা অনুদান মুখ্যমন্ত্রীর ৷ পাশাপাশি, তাঁর নিজের তৈরি ত্রাণ তহবিলেও দান করলেন সম পরিমাণ টাকা ৷
কোরোনা ভাইরাস মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য নিজের নিজের ত্রাণ তহবিল তৈরি করেছে ৷ এই ত্রাণ তহবিলগুলি সমাজের সর্বস্তরের মানুষদের সাহায্য করছে । কোরোনা মোকাবিলায় কাঁধে কাঁধ রেখে লড়াই চালাচ্ছে কেন্দ্র ও রাজ্য । শুধুমাত্র এককাট্টা হয়ে লড়াই করাই নয়, এবার " প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ডে" 5 লাখ টাকা দান করলেন মুখ্যমন্ত্রী ।
এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমার সীমিত সাধ্যের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে 5 লাখ টাকা দান করলাম । " তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী বা বিধায়ক হিসাবে আমি বেতন নিই না । সাতবার সাংসদ হওয়া সত্ত্বেও তুলি না পেনশন । আমার আয়ের উৎস নিজের লেখা বই ।" পাশাপাশি নিজের তৈরি আপৎকালীন ত্রাণ তহবিলেও 5 লাখ টাকা দান করেছেন বলেও জানান মুখ্যমন্ত্রী ৷