কলকাতা, 29 জুলাই : “শিশু সন্তানরা কি এক্সপেরিমেন্টের গিনিপিগ?” প্রশ্ন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর । “সেপ্টেম্বরে শিক্ষক দিবস । পরিস্থিতি অনুকূল হলে সেদিন থেকে দুর্গাপুজোর আগে পর্যন্ত একমাস অলটারনেটিভ দিনে পড়ুয়ারা স্কুলে যাবে ।” একথা নবান্নে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী । যা নিয়ে প্রবল আপত্তি তুলেছেন সুজন চক্রবর্তী ।
আজ বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজন চক্রবর্তী বলেছেন, “রাজ্যে কোরোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে । লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও । এমন পরিস্থিতিতে ছোটো ছোটো পড়ুয়াদের স্কুলে পাঠানো মানে বিপদ ডেকে আনা ।”