কলকাতা, 5 সেপ্টেম্বর : বঙ্গোপসাগরের উপর নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে ৷ তা আরও ঘনীভূত হলে সোমবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে । দক্ষিণবঙ্গের 3 জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । তাছাড়া দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।
সোমবার থেকে উপকূলের 3 জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । হুগলি, হাওড়া, নদিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে । মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে । তবে কলকাতায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই । হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ।
আজ উত্তরবঙ্গের বেশকিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তরের 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতে হতে পারে । মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। লাগাতার বৃষ্টিতে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনা রয়েছে । একইসঙ্গে নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পেতে পারে ।