কলকাতা, 9 জুলাই:ভোট গ্রহণ পর্ব শেষ হলেও উত্তেজনার উত্তাপ রয়েছে ৷ তবে আবহাওয়া এখন উলটো পথেই হাঁটছে। রাজ্যে এখন বর্ষা পরিস্থিতি। এমতাবস্থায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। যদিও রাজ্যজুড়ে টানা বৃষ্টি হচ্ছে এমনটা বলা যাবে না। আবার জলীয় বাষ্পের কারণে ভ্যাপসা গরমও রয়েছে ৷ শনিবার পঞ্চায়েত নির্বাচনের দিন দফায়-দফায় বৃষ্টি হয়েছে রাজ্যের কয়েকটি জেলায় । আজ রবিবারও একই পরিস্থিতি চলবে । দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।
মৌসুমী অক্ষরেখা এখন উত্তরবঙ্গের উপর অবস্থান করছে । তার জেরে আজ থেকে উপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী চারদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে বলে মনে করছেন আবহাওবিদরা । উত্তরবঙ্গের বাকি তিন জেলা অর্থাৎ দুই দিনাজপুর এবং মালদাতেও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে । তবে আগামিকাল থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে ৷
দক্ষিণবঙ্গে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও বাকি তিনদিন সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই । এই মুহূর্তে শুধু এই রাজ্যেই নয়, দেশ জুড়েই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব রয়েছে । তবু পরিস্থিতি যা তাতে দক্ষিণবঙ্গে বৃষ্টি ক্রমশই কমবে ৷ আর্দ্রতা জনিত অস্বস্তিকর গরম থাকবে । আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা খুব একাটা বাড়বে না । তবে ভ্যাবসা গরমের অস্বস্তি থাকবে ।