কলকাতা, 8 সেপ্টেম্বর : সপ্তাহান্তে ফের নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরের উপর । চলতি সপ্তাহের শেষে শনি ও রবিবার ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যে । চলতি সপ্তাহে শনিবার থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে । এই নিম্নচাপের ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে । দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে রাজ্যের সব জেলায় । তবে আজ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ 24 পরগনায় । অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই আকাশ মেঘলা থাকবে । আজকের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে । তবে রাজ্যজুড়ে বৃষ্টিপাত চলবে । সুস্পষ্ট নিম্নচাপ সরে যাওয়াতে ক্রমশ বৃষ্টির পরিমাণ কমে আসবে । দক্ষিণ দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস রাজ্যে প্রবেশ করছে । এর প্রভাবে আগামী 24 ঘণ্টায় রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে । বৃষ্টিপাতের পরিমাণ কমে আসায় তাপমাত্রা বৃদ্ধি পাবে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরমের অনুভূতি বাড়বে ।