পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 16, 2019, 11:58 AM IST

Updated : Nov 16, 2019, 12:13 PM IST

ETV Bharat / state

বন্ধ টালা ব্রিজ, যানজটে জেরবার বেলগাছিয়া

টালা ব্রিজ বন্ধের জন্য চাপ বাড়ল বেলগাছিয়া ব্রিজের ৷ সকাল থেকেই ভোগান্তিতে নিত্যযাত্রীরা ৷

টালা

কলকাতা, 16 নভেম্বর : টালা ব্রিজের নড়বড়ে অবস্থা । সেই সূত্রেই সেতু ভাঙার সিদ্ধান্ত নিয়েছে সরকার । শুরু হয়ে গেছে সেতুর তলায় বসবাসকারীদের সরানোর কাজ । খুব শীঘ্র ভাঙা হবে টালা সেতু । গুরুত্বপূর্ণ এই সেতু বন্ধ থাকার কারণে চাপ বেড়েছে আশপাশের এলাকার রাস্তাগুলোয় । তীব্র যানজটে ভুগছে উত্তর কলকাতার অনেক এলাকা ।

টালা ব্রিজ বন্ধ থাকায় সব থেকে বেশি চাপ বেড়েছে বেলগাছিয়া ব্রিজের । বেশিরভাগ বাসের রুট বেলগাছিয়া ব্রিজ দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে । সঙ্গে প্রাইভেট কাজের চাপ তো আছেই । সবমিলিয়ে দিনের বেশিরভাগ সময় প্রায় অবরুদ্ধ থাকছে বেলগাছিয়া ব্রিজ । অফিস টাইম হলে তো কথাই নেই ৷ 15 মিনিটের রাস্তা , নিত্য যাত্রীরা পৌঁছাচ্ছেন ঘণ্টাখানেকেরও বেশি সময়ে ।

দেখুন ভিডিয়ো

উল্লেখ্য, প্রথম দফায় আট সেতুর স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছিল সংশ্লিষ্ট কমিটি । শিয়ালদা উড়ালপুল, জীবনানন্দ সেতু, অরবিন্দ সেতুসহ স্বাস্থ্যপরীক্ষা ইতিমধ্যেই হয়ে গেছে। বাকি রয়েছে বালিগঞ্জের বিজন সেতু । সেই সেতুর স্বাস্থ্য পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করার কাজ চলছে । স্বাস্থ্য পরীক্ষা যে সংস্থা করছে তাদের বিশেষজ্ঞরা বেশিরভাগ ক্ষেত্রেই যে রিপোর্ট দিয়েছে, তা সরকারের কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট । রিপোর্ট বলছে শহরের বেশিরভাগ সেতুর হাল অত্যন্ত খারাপ । বেশ কিছু সেতু দ্রুত মেরামতের প্রয়োজন । সূত্র জানাচ্ছে, আগামী দিনে ঢাকুরিয়া ব্রিজ সহ আরও ছ'টি সেতুর স্বাস্থ্য পরীক্ষা হবে । রাজ্যজুড়ে সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষার কাজ চলবে । তবে বেলগাছিয়া এলাকার মানুষের প্রশ্ন, কবে সমস্যা মিটবে?

Last Updated : Nov 16, 2019, 12:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details