পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজই কলকাতায় ফিরছেন কাঞ্চনজঙ্ঘা জয়ী রুদ্রপ্রসাদ ও রমেশ - Ramesh

কাঞ্চনজঙ্ঘা জয় করে কলকাতা ফিরছেন রুদ্রপ্রসাদ হালদার ও রমেশ রায় । গত বুধবার কাঞ্চনজঙ্ঘা জয় করেন তাঁরা ।

ফাইল ফোটো

By

Published : May 20, 2019, 2:33 PM IST

কলকাতা, 20 মে : কাঞ্চনজঙ্ঘা অভিযান সেরে আজ কলকাতায় ফিরবেন রুদ্রপ্রসাদ হালদার ও রমেশ রায় । ইতিমধ্যেই উত্তর 24 পরগনার ইচ্ছাপুরে ফিরেছেন শেখ সাহাবুদ্দিন । এই তিনজনই সামিট করেছেন কাঞ্চনজঙ্ঘায়।

8ই এপ্রিল একসঙ্গে কলকাতা ছেড়েছিলেন সোনারপুরের আরোহী ক্লাবের বিপ্লব বৈদ্য ও কলকাতা পুলিশের পক্ষ থেকে রুদ্রপ্রসাদ হালদার । তাঁদের সঙ্গে গেছিলেন হাওড়া মাউন্টেনারিং ক্লাবের সদস্য কুন্তল কাঁড়া । পরে এই দলের সঙ্গে যোগ দেন নৈহাটির বাসিন্দা শেখ সাহাবুদ্দিন ও বারাসতের বাসিন্দা রমেশ রায় । গত বুধবার সকালে কাঞ্চনজঙ্ঘা সামিট করেন বিপ্লব, রুদ্রপ্রসাদ, রমেশ ও সাহাবুদ্দিন । ৮৫৮৬ মিটার উচ্চতায় তেরঙা ওড়ান তাঁরা ।

কিন্তু, কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গে ওঠার আগেই অসুস্থ হয়ে পড়েন কুন্তল । কাঞ্চনজঙ্ঘা সামিট করে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন বিপ্লবও । পথেই মৃত্যু হয় দুজনের । কাঞ্চনজঙ্ঘা জয় করে নিচে নামার সময় অসুস্থ হয়ে পড়েন রুদ্রপ্রসাদ ও রমেশ । 17 মে কাঞ্চনজঙ্ঘার ক্যাম্প টু থেকে হেলিকপ্টারে তাঁদের উদ্ধার করে কাঠমান্ডুর হাসপাতালে ভরতি করা হয় । সেখানেই এতদিন তাঁদের চিকিৎসা চলছিল । দু'জনেই ফ্রস্টবাইটে আক্রান্ত হয়েছিলেন ।

পাশাপাশি নিখোঁজ হওয়ার তিনদিন পর বিপ্লব ও কুন্তলের দেহ উদ্ধার করে ছয় শেরপার দল । তাঁদের দেহ ক্যাম্প টুতে নিয়ে যাওয়া হয় । গতকাল ক্যাম্প টু থেকে নামিয়ে তাঁদের দেহ হাসপাতালে আনা হয় । শনিবার কলকাতায় বিপ্লব ও কুন্তলের মৃতদেহ নিয়ে আসা হতে পারে ।

অন্যদিকে মাকালু অভিযানে গিয়ে এখনও পর্যন্ত নিখোঁজ আরেক বাঙালি পর্বতারোহী দীপঙ্কর ঘোষ । এখনও পর্যন্ত তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি । হেলিকপ্টারে করে তাঁর খোঁজ চালানো হচ্ছে । রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্ধার কাজের তদারকি করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details