পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পূর্বাভাস মিলিয়ে দীপাবলিতে আকাশ রোদ ঝলমলে - temperature will increase today

আগামী 48 ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে । সবার মুখে হাসি ফুটিয়ে সকাল থেকে রোদ ঝলমলে আকাশ রাজ্যের প্রায় সর্বত্র ।

আবহাওয়া

By

Published : Oct 27, 2019, 10:58 AM IST

Updated : Oct 27, 2019, 11:24 AM IST

কলকাতা, 27 অক্টোবর : পূর্বাভাস ছিলই । সেইমতোই সবার মুখে হাসি ফুটিয়ে সকাল থেকে রোদ ঝলমলে আবহাওয়া রাজ্যের প্রায় সর্বত্র । ভোরের দিকে হালকা শীত আর হাওয়ার মিশেলে এক্কেবারে ছুটির পরিবেশ আজ । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে এমন আবহাওয়াই থাকবে আজ । হালকা মেঘ কোথাও কোথাও মাঝে মাঝে থাকলেও আগামী 48 ঘণ্টায় রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । সকালের দিকে তাপমাত্রা কিছুটা কম থাকলেও বেলায় বাড়বে তাপমাত্রা ।

ক'দিন ধরে বৃষ্টির জেরে রাজ্যের বেশ কিছু জায়গায় তাপমাত্রা কিছুটা কম । তবে আজ রোদ ওঠার ফলে বেলা বাড়লে বাড়বে তাপমাত্রা । থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি । আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, টানা বৃষ্টির ফলে তাপমাত্রা বেশ খানিকটা কমেছে । তবে, এখনই শীত নয় । তাপমাত্রা কমার ফলে সকালের দিকে একটু শীতের আমেজ থাকলেও পাকাপাকিভাবে শীত আসতে আরও ক'দিন অপেক্ষা করতে হবে ।

আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ।

Last Updated : Oct 27, 2019, 11:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details