পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Class 9 and 10 OMR Scam: ডিভিশন বেঞ্চের দ্বারস্থ, তবু স্বস্তি মেলেনি নবম-দশম ওএমআর কারচুপিতে চাকরি হারানো 952 প্রার্থীর - Class 9 and 10 OMR Scam

নবম-দশম ওএমআর কারচুপিতে (Class 9 and 10 OMR Scam:) চাকরি হারানো 952 জন প্রার্থী কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন ৷ তবে আদালত রায়দান স্থগিত রেখেছে ৷

Calcutta High Court ETV Bharat
কলকাতা হাইকোর্ট

By

Published : Feb 13, 2023, 6:53 PM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি:নবম-দশমের ওএমআর শিট কারচুপি (Class 9 and 10 OMR Scam:) মামলায় অস্বস্তি বহাল থাকল বেআইনি ভাবে চাকরি পাওয়া শিক্ষকদের । কমিশনের সিদ্ধান্তে কোনও স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সোমবার মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে আদালত । দ্রত রায় দেওয়া হবে বলে জানিয়েছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ (Candidates having lost job appeals in HC)।

রায়দান স্থগিত ডিভিশন বেঞ্চে: উল্লেখ্য, বিচারপতি বিশ্বজিৎ বসু গত সপ্তাহে 952 জন শিক্ষকের চাকরি বাতিল করার পরামর্শ দিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনকে । তারপরই স্কুল সার্ভিস কমিশন নিজেরাই 952 জন প্রার্থীর চাকরি বাতিল করার সিদ্ধান্ত নেয় । সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন চাকরি হারানো প্রার্থীরা । সেই মামলার শুনানি শেষে এ দিন রায়দান স্থগিত রাখে ডিভিশন বেঞ্চ ।

স্ক্যান ওএমআর শিটের সত্যতা নিয়ে প্রশ্ন: এ দিন চাকরি হারানো প্রার্থীদের তরফে আইনজীবীরা সিবিআইয়ের উদ্ধার করা স্ক্যান ওএমআর শিটের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন ডিভিশন বেঞ্চে ।তাঁদের বক্তব্য, "এটা ইন্টারনেট থেকে নেওয়া ওএমআর কি না কে জানে ! আদালতকে সিদ্ধান্ত নিতে হবে এটা প্রমাণ হিসেবে ধরা হবে কী করে ! প্রমাণ না করতে পারলে কীভাবে এটার উপর দাঁড়িয়ে চাকরি বাতিল করবে কমিশন ?"

আরও পড়ুন:নবম-দশমের ওএমআর শিট প্রকাশে সম্মানহানি, মামলা খারিজ করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

কমিশন নিয়ে বিচারপতি ও আইনজীবীর মন্তব্য: বিচারপতি সুব্রত তালুকদার অবশ্য বলেন, "কমিশন আপনাদের পক্ষে দাঁড়াচ্ছে না । তাহলে আয়নার সামনে নিজেরা কী করে নিজেদের পাশে দাঁড়াচ্ছেন ?" মামলাকারীদের আইনজীবী ফের বলেন, "কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে সুপারিশ প্রত্যাহার করছে না । আদালত বলেছে, কমিশন কতদূর যেতে পারে দেখা যাক ! তারপর তারা চাকরি বাতিলের এই সিদ্ধান্ত নিয়েছে ।"

সিবিআইয়ের দেওয়া নথি নিয়ে ওই আইনজীবীরা বলেন, "মিরর ইমেজ হচ্ছে ইলেকট্রনিক প্রমাণ । কিন্তু সেটা মূল প্রমাণ ধরা হয় না । আদালত কীসের ভিত্তিতে 952 জনের চাকরি বাতিলের সিদ্ধান্ত নিল ?" দুই পক্ষের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ রায়দান স্থগিত রেখেছে ।

ABOUT THE AUTHOR

...view details