পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WBCHSE: আগামী বছর উচ্চমাধ্যমিক ও একাদশে পরীক্ষা হবে পুরো সিলেবাসে - ফুল সিলেবাস অনুযায়ী সব বিষয়েই হবে পরীক্ষা

2023-এর একাদশের বাৎসরিক পরীক্ষা এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে ৷ পুরো সিলেবাস অনুযায়ী সব বিষয়েই হবে পরীক্ষা। শনিবার সন্ধ্যায় ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে (Class 11 and 12 Exam Will be 2023 with Whole Syllabus)।

WBCHSE
উচ্চমাধ্যমিক ও একাদশে পরীক্ষা হবে গোটা সিলেবাস নিয়ে

By

Published : Jul 9, 2022, 10:45 PM IST

কলকাতা, 9 জুলাই: আগামী বছর একাদশ শ্রেণি-সহ উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে আগের মতোই ৷ সব বিষয়ের পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে হবে এই পরীক্ষা (Class 11 and 12 Exam Will be 2023 with Whole Syllabus)৷ পরীক্ষার আগে সব সিলেবাস শেষ করতে হবে ৷ কোনও অজুহাত দেওয়া যাবে না ৷

করোনা অতিমারির জেরে গত দুই বছর উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণির পরীক্ষায় সিলেবাসে কাটছাঁট করা হয়েছিল। গতবছরই জানানো হয়েছিল যে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ফিরবে আগের পূর্ণাঙ্গ সিলেবাসই। আর তারপরেই এই বছর ফিরল আগের সিলেবাস। সিলেবাস কম করা হয়েছিল বলে তখন বাদ পড়ে বহু গুরুত্বপূর্ণ চ্যাপটার। বাদ পড়ে স্বামী বিবেকানন্দ ও কাজী নজরুল ইসলামের পাঠ্যক্রম।

আরও পড়ুন :বদলাল উচ্চমাধ্যমিকের সূচি, 6 থেকে 15 এপ্রিল থাকছে না কোনও পরীক্ষা

ইতিহাস থেকে বাদ পড়ে ধর্ম, ঔপনিবেশিকতা ও সাম্রাজ্যবাদের বিষয়। মাধ্যমিক শিক্ষা ও শিক্ষা সমিতির পক্ষ থেকে অনিমেষ হালদার বলেন, "এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি । তবে শ্রেণিকক্ষেই যাতে এই পূর্ণ সিলেবাস পড়ানো যায় সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। অর্থাৎ কোনও অজুহাতে সিলেবাস কমানো চলবে না।"

For All Latest Updates

TAGGED:

WBCHSE

ABOUT THE AUTHOR

...view details