কলকাতা, 9 জুলাই: আগামী বছর একাদশ শ্রেণি-সহ উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে আগের মতোই ৷ সব বিষয়ের পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে হবে এই পরীক্ষা (Class 11 and 12 Exam Will be 2023 with Whole Syllabus)৷ পরীক্ষার আগে সব সিলেবাস শেষ করতে হবে ৷ কোনও অজুহাত দেওয়া যাবে না ৷
করোনা অতিমারির জেরে গত দুই বছর উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণির পরীক্ষায় সিলেবাসে কাটছাঁট করা হয়েছিল। গতবছরই জানানো হয়েছিল যে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ফিরবে আগের পূর্ণাঙ্গ সিলেবাসই। আর তারপরেই এই বছর ফিরল আগের সিলেবাস। সিলেবাস কম করা হয়েছিল বলে তখন বাদ পড়ে বহু গুরুত্বপূর্ণ চ্যাপটার। বাদ পড়ে স্বামী বিবেকানন্দ ও কাজী নজরুল ইসলামের পাঠ্যক্রম।