কলকাতা, 16 অগস্ট: তিন ছাত্র সংগঠনের মধ্যে প্রবল সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় । বুধবার তুমুল উত্তেজনার সৃষ্টি হয় অরবিন্দ ভবনের সামনে । এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন । তৃণমূল ছাত্র পরিষদের দাবি, তারা ডেপুটেশন দিতে এসেছিল । তখন তাদের আটকায় বিরোধীপক্ষ । এই ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানায় তারা । টিএমসিপি-র নতুন মুখ রাজন্যা হালদারের জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিরোধী ছাত্র সংগঠনগুলির বিরুদ্ধে । যদিও এখনও পর্যন্ত এই ঘটনা নিয়ে মুখ খোলেনি অন্য দুটি ছাত্র সংগঠন ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুকে ঘিরে চলছে তদন্ত । কী হয়েছিল ওইদিন রাতে, তা জানতে ইতিমধ্যেই 9 জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ অন্যদিকে, ছাত্রমৃত্যুর প্রতিবাদে রাস্তায় নেমেছে রাজনৈতিক-অরাজনৈতিক বিভিন্ন সংগঠন । এই ঘটনার প্রতিবাদে বুধবার দুপুর থেকে যাদবপুর এইটবি বাসস্ট্যান্ডের সামনে ধরনায় বসেছিল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন । বেলা গড়ানোর পর তাদের পক্ষ থেকে একটি দল যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ৷ সেখানে গিয়ে ডেপুটেশন জমা দেওয়ার পরিকল্পনা ছিল তাদের ।
সেই দলের নেতৃত্বে ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য । অন্যদিকে, সেই সময় অরবিন্দ ভবনের সামনে জেনারেল বডি মিটিং চলছিল এআইএসএ ও এআইডিএসও-এর । অভিযোগ, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিনিধিরা অরবিন্দ ভবনের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁদেরকে ভিতরে ঢুকতে বাধা দেয় অপর দুই ছাত্র সংগঠন । সেখান থেকেই পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয় । একে অপরের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি ও পরবর্তীকালে হাতাহাতির পর্যায়ে পৌঁছয় পরিস্থিতি ।