কলকাতা, 15 মে: কলেজস্ট্রিটের পর দক্ষিণ কলকাতার হাজরা মোড় ৷ নয়া জাতীয় শিক্ষানীতি প্রত্যাহারের দাবি এসএফআই-এর মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার হাজরা মোড় ৷ সোমবার মিছিল হাজরায় পৌঁছতেই তাদের আটকায় পুলিশ ৷ তারপরেই দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় ৷ এসএফআই সমর্থকদের প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ ৷ অভিযোগ পুলিশের হাত থেকে ধৃতদের ছিনিয়ে নিয়ে যায় সিপিএম-এর ছাত্র সংগঠনের অন্যান্য সদস্যরা ৷ পরে হাজরা মোড়ে পূর্ব নির্ধারিত জনসভাও করে এসএফআই-এর কলকাতা জেলা সংগঠনের নেতৃত্ব ৷
নয়া জাতীয় শিক্ষানীতি প্রত্যাহার-সহ একাধিক দাবিতে সোমবার লেক মল থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করে এসএফআই কলকাতা জেলা কমিটি ৷ মিছিল হাজরা মোড়ে পৌঁছতেই পুলিশের সঙ্গে এসএফআই কর্মী সমর্থকরা খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়ে ৷ এসএফআই কলকাতা জেলা কমিটি সদস্যদের অভিযোগ, পরিকল্পনা করে পুলিশ এসএফআই-এর শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়েছে ৷ এ দিন মিছিল শেষে হাজরা মোড়ে পথসভা করার কথা ছিল ৷
এসএফআই নেতৃত্বের অভিযোগ মিছিল নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর আগেই পুলিশের তরফে বাধা দেওয়া হয় ৷ টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করা হয় আন্দোলনকারীদের ৷ এমনকী পুরুষ পুলিশ কর্মীদে বিরুদ্ধে মহিলা কর্মী-সমর্থকদের মাথার চুল ধরে টানারও অভিযোগ উঠেছে ৷ তবে, পুলিশের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে ৷ অভিযোগ ধৃত এসএফআই কর্মীদের পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায় সংগঠনের অন্যান্যরা ৷ পরে হাজরা মোড়েই নির্ধারিত পথসভা করে কলকাতা জেলা কমিটির সদস্যরা ৷