কলকাতা, 23 সেপ্টেম্বর : ABVP-র "যাদবপুর চলো" কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্রে পরিণত হল যোধপুর পার্ক এলাকা । পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে ABVP-র সদস্যরা । ঘটনায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয় ABVP-র সদস্যদের ।
"যাদবপুর চলো" কর্মসূচি : ABVP-পুলিশ খণ্ডযুদ্ধ, ইটবৃষ্টি - যোধপুরে পুলিশের সঙ্গে ABVP-র খণ্ডযুদ্ধ
ABVP-র "যাদবপুর চলো" কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্রে পরিণত হল যোধপুর পার্ক এলাকা । ব্যারিকেড ভাঙার চেষ্টা । চলে ইটবৃষ্টি ।
!["যাদবপুর চলো" কর্মসূচি : ABVP-পুলিশ খণ্ডযুদ্ধ, ইটবৃষ্টি](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4527209-thumbnail-3x2-abvp.jpg)
ব্যারিকেড ভাঙার চেষ্টা
বাবুল সুপ্রিয়কে হেনস্থার প্রতিবাদে "যাদবপুর চলো" কর্মসূচির ডাক দেয় ABVP । আজ সকাল 11টা থেকে জমায়েত শুরু হয় । দুপুর 1 টা নাগাদ গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে মিছিল রওনা দেয় ।
দেখুন ভিডিয়ো
মিছিল যোধপুর পার্কের ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে পৌঁছোতেই ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ । ঘটনায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয় ABVP-র সদস্যদের । চলে ইটবৃষ্টি । ব্যারিকেড ভাঙতে না পেরে রাস্তাতেই বসে পড়েন ABVP-র সদস্যরা । অসুস্থ হয়ে পড়েন কয়েকজন ।
Last Updated : Sep 23, 2019, 3:06 PM IST