পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Inner Conflict: আবর্জনার ভ্যাট সরিয়ে পার্ক তৈরি করাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নারকেলডাঙায় - নারকেলডাঙায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব

নারকেলডাঙা থানা এলাকায় বুধবার তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি হয় ৷ ভ্যাট নাকি পার্ক এলাকায় কোনটি থাকবে এই বিষয় নিয়ে শুরু হয় ঝামেলা ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : May 24, 2023, 7:07 PM IST

Updated : May 24, 2023, 8:07 PM IST

নারকেলডাঙার অশান্তিতে প্রতিক্রিয়া ফিরহাদের

কলকাতা, 24 মে:খাস কলকাতায় ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । বেলেঘাটার পর এবার ঘটনাস্থল নারকেলডাঙা থানা এলাকা । অভিযোগ, এলাকায় একটি নোংরা-আবর্জনা ফেলার জায়গায় বাগান তৈরির পরিকল্পনা বাস্তবায়িত করতে গিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বাঁধে বুধবার ৷ পুলিশ সূত্রে খবর, নারকেলডাঙা থানা এলাকার ক্যানেল ওয়েস্ট রোডের 36 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে রাস্তার পাশে একটি ভ্যাট রয়েছে। সেখানকার বাসিন্দারা নিত্য অভিযোগ করতেন, ওই ভ্যাট থেকে নোংরা আবর্জনা এলাকায় ছড়াচ্ছে এবং দৃশ্য দূষণের পাশাপাশি এলাকার বাসিন্দারা দুর্গন্ধে টিকতে পারছেন না। এরপরেই স্থানীয় তৃণমূল কাউন্সিলরের তরফ থেকে পৌরনিগমের অনুমোদন নিয়ে সেই ভ্যাটের পরিবর্তে সেখানে একটি পার্ক তৈরি করার উদ্যোগ নেওয়া হয় ।

জানা গিয়েছে, বুধবার দুপুরে যখন ওই ভ্যাটের সামনে পৌরনিগমের পার্ক গড়ে তোলার জন্য পুরকর্মীরা জমির মাপ নিতে আসেন তখন ঘটনার সূত্রপাত হয় ৷ অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ ভ্যাটের জায়গায় বাঁশ দিয়ে যে ব্যারিকেড করা হয়েছিল তা খুলে দেন। জানা গিয়েছে সেসময় এলাকার কাউন্সিলর সচিন সিংও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ৷ পরে খবর পেয়ে তৃণমূলের আরেক গোষ্ঠীর লোকজনও এলাকায় এসে উপস্থিত হয় ৷ এরপর তাদের সঙ্গে কাউন্সিলরের উত্তপ্ত বাক্য বিনিময় হয় ৷

অভিযোগ, একে অপরের দিকে বাঁশ এবং লাঠি নিয়ে তেড়ে যায় তৃণমূলের দু'পক্ষ ৷ উভয় পক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক হাতাহাতি । একপক্ষের দাবি এলাকায় ভ্যাট সরিয়ে পার্ক তৈরি হোক, অন্যপক্ষের দাবি ভ্যাট সরালে ময়লা ফেলার সমস্যা হবে তাই তা সরানো যাবে না ৷ এই নিয়েই ঝামেলা শুরু হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় নারকেলডাঙা থানার পুলিশ । কিন্তু কার্যত পুলিশের চোখের সামনেই চলতে থাকে হাতাহাতির পর্ব । এক ব্যক্তির মাথা ফাটে বলে খবর ৷ পরিস্থিতি সামাল দিতে এলাকায় যায় কলকাতা পুলিশের মহিলা বাহিনীর সদস্যরা এবং গুন্ডা দমন শাখার পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, এই হাতাহাতির ঘটনায় যুক্ত থাকার সন্দেহে 11 জনকে আটক করেছে পুলিশ ৷ তাদের নারকেলডাঙা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ ভ্যাটের পরিবর্তে পার্ক গড়ে তোলাকে কেন্দ্র করে তৃণমূলের এই প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে ইতিমধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ৷ পুলিশ তদন্ত করছে ৷

আরও পড়ুন:তিন কোটি বিনোদন কর বকেয়া নাইটদের! শাহরুখের দলকে নোটিশ ধরাল কেএমসি

অন্যদিকে, কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, সম্প্রতি নারকেলডাঙা এলাকার এক নাগরিক টক টু মেয়র অনুষ্ঠানে ফোন করে বলেন, এলাকায় যে ভ্যাট আছে তা থেকে জঞ্জাল উপচে পড়ে দুর্গন্ধ ছড়াচ্ছে ৷ এই ভ্যাট বন্ধ করে মেয়রকে ওই স্থানে একটি পার্ক তৈরির অনুরোধ জানান তিনি ৷ মেয়র ফিরহাদ হাকিম ওই ব্যক্তির প্রস্তাব মেনে কাউন্সিলর সচিন সিংকে ওই জায়গা সম্পর্কে তথ্য দিতে বলেন । কাউন্সিলর প্রস্তাব দেন ওই জায়গার একাংশ ভ্যাট এবং একাংশ পার্ক তৈরি হোক ।

এরপর এদিন পুরকর্মীরা এলাকায় যান জমিটি দেখতে ৷ তখনই স্থানীয় কিছু বাসিন্দা তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান । তৃণমূল কর্মীরাও সেখানে ছিলেন ৷ পৌর কর্মীদের তাঁরা বলেন, এখানে ভ্যাট করা যাবে না নতুন করে । একাংশ তার বিরোধিতা করে বলে যদি ভ্যাট উঠে যায় ময়লা কোথায় ফেলা হবে । এই নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় যা সময়ের সঙ্গে ক্রমশ বাড়ে ও হাতাহাতির পর্যায় যায় ৷ কাউন্সিলর সচিন সিং অবশ্য ঘটনার সময় তাঁর উপস্থিতির কথা স্বীকার করেননি ৷ তিনি বলেন,"আমি বিষয়টা জানি না । আমি ওই জায়গায় গিয়ে বিষয়টি দেখব ।"

মেয়র ফিরহাদ হাকিম এই প্রসঙ্গে বলেন,"আমরা ওখানে গ্রিনারি করব । কলকাতায় বাতাসের মান ভালো করতে হলে যেখানে জায়গা পাব সেখানেই গাছ লাগাতে হবে । ভবিষ্যত প্রজন্মকে সুস্থ রাখতে হলে গাছ লাগাতে হবে । আমি জানি না ওখানে কি হয়েছে । ভ্যাটের প্রয়োজন থাকলে খানিকটা জায়গায় ভ্যাট করবে । যিনি প্রস্তাব দিয়েছেন কর্পোরেশনকে দিয়েছেন । ব্যাক্তিগত বিষয় নয় । কাউন্সিলরকে বলব যতটা সম্ভব সবুজায়ন করতে । এখানে মারামারি বা রেষারেষির জায়গা নেই ।"

Last Updated : May 24, 2023, 8:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details