কলকাতা, 12 জুলাই: আগে মৃত্যু হয়েছিল দুই কনস্টেবলের। আজ কলকাতা পুলিশে কোরোনার তৃতীয় বলির ঘটনা ঘটল। মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের। তিনি ইস্ট ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নগরপাল অনুজ শর্মা।
কলকাতায় কোরোনা আক্রান্ত সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু, এই নিয়ে তৃতীয় জন - কোরোনা আক্রান্ত সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু
পুলিশ সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ইস্ট ট্রাফিক গার্ডের সিভিক ভলেন্টিয়ার সুব্রত দাস শারীরিক অসুস্থতা অনুভব করেন। তার শরীরে জ্বর ছিল। কোরোনার অন্যান্য লক্ষণও ছিল। এর পরেই কোরোনা রিপোর্ট পজিটিভ আসে ট্রাফিক গার্ডে কর্মরত ওই পুলিশকর্মীর।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ইস্ট ট্রাফিক গার্ডের সিভিক ভলেন্টিয়ার সুব্রত দাস শারীরিক অসুস্থতা অনুভব করেন। তার শরীরে জ্বর ছিল। কোরোনার অন্যান্য লক্ষণও ছিল। এর পরেই তার লালারসে নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পজ়িটিভ আসে ট্রাফিক গার্ডে কর্মরত ওই পুলিশকর্মীর। তারপর থেকে তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কোরোনার সংক্রমণে ক্রমাগত তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। আজ সকালে মৃত্যু হয় সুব্রতর।
ঠিক এক মাস আগে 13 জুন শিয়ালদা ট্রাফিক গার্ডে কর্মরত দিলীপ সর্দারের মৃত্যু হয়। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বেশ কয়েকদিন আগে সাউথ ট্রাফিক সেবাস্তিয়ান সাকসার মৃত্যু হয়। সেবাস্তিয়ানের স্মরণসভার দিনই মৃত্যু হয় দিলীপের। তার মৃত্যুর খবর সামনে আসতেই বিক্ষোভ শুরু করেন শিয়ালদা ট্রাফিক গার্ডের নিচু তলার পুলিশকর্মীরা। কিন্তু এ ট্রাফিক গার্ডের ওসি এবং অ্যাসিসটেন্ট পুলিশ কমিশনার দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।