কলকাতা, 25 নভেম্বর:মোবাইল গেমিং অ্য়াপ প্রতারণা মামলায় (Gaming App Fraud Case) মূল অভিযুক্ত আমির খানকে (Aamir Khan) এবার হেফাজতে নিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) বা ইডি (ED) ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় টাকার উৎস কী কী ছিল এবং কোথায়, কোন খাতে সেই টাকা খরচ করা হয়েছিল, মূলত এই প্রশ্নগুলির জবাব পেতেই আমিরকে হেফাজতে (ED Custody) নিয়েছেন গোয়েন্দারা ৷
প্রসঙ্গত, 2021 সালে কলকাতার পার্ক স্ট্রিট থানায় একটি অনলাইন গেমিং অ্যাপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করা হয় ৷ কিন্তু, সেই সময় বিষয়টি নিয়ে কলকাতা পুলিশ যথাযথ পদক্ষেপ করেনি বলে অভিযোগ ৷ পরবর্তীতে, চলতি বছর গার্ডেনরিচের শাহি আস্তাবল লেনের একটি বাড়ির শোওয়ার ঘরের খাটের নীচ থেকে উদ্ধার করা হয় 17 কোটি টাকারও বেশি নগদ ! সেই টাকা উদ্ধার করে ইডি ৷ এই বাড়িটি আদতে আমির খানের বাবার ৷ এরপরই আসরে নামে কলকাতা পুলিশ (Kolkata Police) ৷ পরবর্তীতে ভিনরাজ্য থেকে আমিরকে গ্রেফতার করে তারা ৷ ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় বাংলায় ৷ এরপর থেকে দফায় দফায় বহুমূল্য়ের বিট কয়েন-সহ আরও অনেক কিছুই উদ্ধার হয় ৷