কলকাতা, 25 ফেব্রুয়ারি : রাজারহাট ও বিধাননগরকে আলোয় সাজাতে বিধাননগর পৌরনিগমকে 16 কোটি 95 লাখ টাকা বরাদ্দ করল পৌর ও নগরোন্নয়ন দফতর। আগামীকাল থেকে শুরু হয়ে যাবে এই প্রকল্পের আওতায় এলইডি লাইট লাগানোর কাজ । ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে । এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বভার দেওয়া হয়েছে ওয়েবেল সংস্থাকে ৷
সব্যসাচী দত্ত বিধাননগর পৌরনিগমের মেয়র থাকার সময় থেকেই আটকে ছিল বিধাননগর ও রাজারহাট অঞ্চলে এই আলো লাগানোর প্রক্রিয়া । টেন্ডার সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছিল সেই সময়। এক বেসরকারি সংস্থাকে বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই সময় পৌরনিগমের মেয়র পরিষদের সঙ্গে মেয়র সব্যসাচী দত্তের মতানৈক্যের জেরে বাতিল হয়ে যায় প্রকল্প । ফলে, বিধাননগর পৌরনিগমের বহু রাস্তায় লাইট লাগানো সম্ভব হয়নি । যদিও পৌরনিগম নিজস্ব ফান্ড থেকে কিছু কিছু জায়গায় এলইডি লাইট লাগিয়েছিল। মেয়র হওয়ার পরেই কৃষ্ণা চক্রবর্তী পুনরায় এই বিষয়ে উদ্যোগী হন । তিনি পৌর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে দ্রুত প্রকল্প বাস্তবায়ন করতে অনুরোধ করেন । এরপরই নতুন করে টেন্ডার ডাকা হয়। টেন্ডার পাশ হতেই বিধাননগর পৌরনিগমের জন্য 16 কোটি 95 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে ।
আলোয় সাজবে বিধাননগর, বরাদ্দ হল 16 কোটি 95 লাখ টাকা
বিধাননগর পৌরনিগম এলাকাকে আলোয় সাজাতে উদ্যোগ নিল পৌর ও নগরোন্নয়ন দফতর ৷ সেইমতো পৌরনিগমকে 16 কোটি 95 লাখ টাকা বরাদ্দ করেছে পৌর ও নগরোন্নয়ন দফতর ৷
আলোয় সাজবে বিধাননগর, বরাদ্দ হল 61.95 কোটি টাকা
আরও পড়ুন : সল্টলেকের সরকারি বাজারগুলিতে গিয়ে কর সংগ্রহ করবে বিধাননগর পৌরনিগম
পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, আগামীকাল থেকে এই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে । ইতিমধ্যে বিধাননগর পৌরনিগমের 41টি ওয়ার্ডের কো-অর্ডিনেটরদের ওয়ার্ড সংক্রান্ত প্ল্যান জমা দিতে বলা হয়েছিল। সেইমতো সব ওয়ার্ড থেকে পৌরসভার হাতে প্ল্যান জমা পড়েছে । বড় রাস্তার ক্ষেত্রে বেশি ওয়াটের বাল্ব এবং ছোটো রাস্তার ক্ষেত্রে তুলনামূলক কম ওয়াটের বাল্ব দেওয়া হবে।