পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শ্রমিকদের ট্রেনের ভাড়া দিতে উদ্যোগী CITU - লকডাউন

শ্রমিকদের ট্রেনের ভাড়ার 15 শতাংশ রাজ্য সরকার না দিলে দেবে CITU । গতকাল এমনই জানালেন CITU-র সাধারণ সম্পাদক অনাদি সাহু ।

ছবি
ছবি

By

Published : May 6, 2020, 9:52 AM IST

কলকাতা, 6 মে : রাজ্য সরকার ভিনরাজ্যের শ্রমিকদের ট্রেনের ভাড়া না দিলে দেবে CITU । সাহায্য করবে অন্যান্য বাম শ্রমিক সংগঠনও । গতকাল এমনটাই জানিয়েছেন CITU-র সাধারণ সম্পাদক অনাদি সাহু ।

লকডাউনে কার্যত স্তব্ধ গোটা দেশ । বন্ধ সমস্তরকম কাজকর্ম । এদিকে সংক্রমণ দিন দিন বাড়তে থাকায় বাড়ছে লকডাউনের সময়সীমাও । কাজ হারিয়েছেন বহু মানুষ । বেতন পাচ্ছেন না এমন মানুষের সংখ্যাও কম নয় । এই পরিস্থিতিতে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের অবস্থা খারাপ । একদিকে পকেটে টাকা নেই, অন্যদিকে পরিবারের আর্থিক অবস্থা তলানিতে । অনেকদিনের আবেদনের পর অবশেষে তাঁদের রাজ্যে ফেরানোর ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার ।এদিকে এক নির্দেশিকায় রেলমন্ত্রক জানিয়েছে, রাজ্য সরকারগুলি আটকে থাকা শ্রমিকদের হাতে টিকিট তুলে দেবে । এবং টিকিটের ভাড়া সংগ্রহ করে রেলওয়ের হাতে তা তুলে দেবে । এই বিষয়টি সামনে আসার পর কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করতে শুরু করে বিরোধীরা ।

বিনা খরচে সকল আটকে পড়া মানুষকে ফিরিয়ে নিয়ে আসার দাবিতে CITU গতকাল রাজ্যের সর্বত্র বিক্ষোভ দেখায় । CITU-র সভাপতি সুভাষ মুখোপাধ্যায় বলেন, "শোনা যাচ্ছে 85 শতাংশ ভাড়া দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার । যদিও এখনও পর্যন্ত এর কোনও কাগজপত্র পাওয়া যায়নি । অবশিষ্ট 15 শতাংশ ভাড়ার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে । অন্যান্য রাজ্য এই দায়িত্ব নিলেও আমাদের রাজ্য সরকার এখনও পর্যন্ত এই 15 শতাংশ ভাড়ার দায়িত্ব না নেওয়ায় রাজ্যের ভিনরাজ্যের শ্রমিকদের ফিরে আসার ক্ষেত্রে বাধা তৈরি হয়েছে । সবকটি বাম শ্রমিক সংগঠন মিলে এই 15 শতাংশ টাকা দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে ।"

এক্ষেত্রে CITU -সহ বামপন্থী ছাত্র-যুব, শ্রমিক, কৃষক, মহিলা সংগঠন ও রাজ্যের শুভবুদ্ধিসম্পন্ন মানুষজনের কাছ থেকে ভিনরাজ্যের শ্রমিকদের ফেরার ট্রেনের ভাড়া সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন CITU নেতৃত্ব ।

ABOUT THE AUTHOR

...view details