কলকাতা, 11 মে : লকডাউনে বন্ধ কাজ । এই পরিস্থিতিতে কেউ যাতে অভুক্ত না থাকে তার জন্য শ্রমিকদের পূর্ণ বেতন দেওয়ার আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী । একই আবেদন জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফেও । এই আবেদনগুলিকে কার্যকর করা ও ভিনরাজ্যে আটকে পড়া মানুষদের ফিরিয়ে আনা, তাঁদের খাবারের ব্যবস্থা করা এবং স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের দায়িত্ব বলে দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ CITU ।
শ্রমিকদের পূর্ণ বেতনসহ একাধিক দাবিতে হাইকোর্টের দ্বারস্থ CITU
শ্রমিকদের পূর্ণ বেতনের দাবিতে হাইকোর্টে মামলা CITU-র । এই মামলায় আরও জানানো হয়েছে, বিভিন্ন কারণে ভিনরাজ্যে গিয়ে আটকে পড়া মানুষদের বিনা খরচে ফেরত আনা ও তাঁদের খাবার, স্বাস্থ্য পরীক্ষাসহ থাকার প্রয়োজনীয় ব্যবস্থা করার দায়িত্ব নিতে হবে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে ।
সংক্রমণ এড়াতে বন্ধ রয়েছে বিভিন্ন কারখানা । এই পরিস্থিতিতে শ্রমিক ও কর্মচারীদের বেতন দেওয়ার জন্য সকলের কাছে আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী । যে কথা শুনে অনেক সংস্থাই এপ্রিল মাসের বেতন দিয়েছে । এরপর রাজ্য সরকারও আবেদন জানায়, যদি সকলকে বেতন দেওয়া যায় । কিন্তু অনেক সংস্থাই পূর্ণ বেতন বা গত দু'মাসের বেতন দিতে পারেনি । যার জেরে অনেকেই আর্থিক সমস্যার সম্মুখীন । এমন পরিস্থিতিতে শ্রমিকদের পূর্ণ বেতনের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করল CITU । মামলায় আরও জানানো হয়েছে, বিভিন্ন কারণে ভিনরাজ্যে গিয়ে আটকে পড়া মানুষদের বিনা খরচে ফেরত আনা ও তাঁদের খাবার, স্বাস্থ্য পরীক্ষাসহ থাকার প্রয়োজনীয় ব্যবস্থা করার দায়িত্ব কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে নিতে হবে । জানা গেছে, সংগঠনের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও শামিম আহমেদ আদালতে সওয়াল করবেন । আগামী কাল বা পরশু এই মামলার শুনানি হতে পারে ।
লকডাউন পরিস্থিতিতে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের ঘরে ফেরানোর ব্যাপারে যে অব্যবস্থার ছবি সামনে এসেছে সে ব্যাপারে এখন কমবেশি সবাই ওয়াকিবহাল । পাশাপাশি বিভিন্ন ছোটো- বড় সংস্থার সঙ্গে যুক্ত কর্মচারীদের পারিশ্রমিক প্রদানের ব্যাপারেও করুণ ছবি সামনে এসেছে । এই পরিস্থিতিতে সাধারণ মানুষ যাতে বাঁচতে পারেন সেব্যাপারে হাইকোর্ট সুস্পষ্ট নির্দেশ দিক, মূলত এটাই দাবি CITU-র ।