কলকাতা, 24 জুন:মেয়রের আসনে বসেই মন্ত্রী ফরিহাদ হাকিম 2019 সালে প্রথম 'টক টু মেয়র' অনুষ্ঠান শুরু করেছিলেন ৷ নাগরিকদের অভাব-অভিযোগ সম্পর্কে জানতেই এই উদ্যোগ নেন মেয়র ৷ বিগত চার বছর ধরে চলছিল এই অনুষ্ঠান ৷ বর্তমানে প্রায়শই 'টক টু মেয়র' প্রায়শই বাতিল হচ্ছে ৷ চলতি মাস থেকে সম্ভবত আর হবে না এই অনুষ্ঠান । কলকাতা পৌরসভার ফেসবুক পেজে পোস্ট করে তা জানিয়ে দেওয়া হয়েছে । তার জেরে রীতিমতো সমস্য়ায় পড়েছেন নাগরিকরা ।
বেআইনি বাড়ি, নিকাশি বা জঞ্জাল সাফাই, ঠিকা জমি ও মিউটেশনের মতো গুরুত্বপূর্ণ সম্যসা জানিয়ে এই অনুষ্ঠানে মেয়রের কাছে ফোন করে থাকেন নাগরিকরা । এদিকে গত দু'সপ্তাহ ধরে এই পরিষেবা বন্ধ থাকায় অনেকেই সমস্যায় পড়েছেন । কেনও বন্ধ রাখা হয়েছে এই পরিষেবা তা নিয়েই প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে ৷ সে বিষয়ে সরকারিভাবে কোনও তথ্য জানানো হয়নি কর্তৃপক্ষের তরফে । এ বিষয়ে কর্পোরেশনের এক শীর্ষ কর্তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ''কর্পোরেশনের তরফে কোনও সমস্যা নেই । নির্বাচন ঘোষণা পঞ্চায়েত ভোটের জন্য মন্ত্রী হিসেবে বিভিন্ন জায়গায় বিভিন্ন বৈঠকে যোগ দিতে হচ্ছে ফিরহাদ হাকিমকে । আর যেহেতু মেয়র সরাসরি নাগরিকদের সঙ্গে কথা বলেন ওই অনুষ্ঠানে, তাই স্বাভাবিক ভাবেই তাঁর অনুপস্থিতিতে বাতিল করতে হচ্ছে ।''