পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Talk to Mayor: দলীয় কাজে ব্যস্ত ফিরহাদ, 'টক টু মেয়র' বন্ধে ক্ষোভ নাগরিক মহলে - টক টু মেয়র বন্ধে ক্ষোভ নাগরিক মহলে

পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকে দলীয় কাজে ব্যস্ত মেয়র তথা নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তার জেরেই বাতিল হচ্ছে একটার পর একটা "টক টু মেয়র" শো ৷ তা নিয়েই ক্ষোভ সৃষ্টি হয়েছে নাগরিক মহলে ৷

Etv Bharat
মেয়র ফিরহাদ হাকিম

By

Published : Jun 24, 2023, 7:45 AM IST

কলকাতা, 24 জুন:মেয়রের আসনে বসেই মন্ত্রী ফরিহাদ হাকিম 2019 সালে প্রথম 'টক টু মেয়র' অনুষ্ঠান শুরু করেছিলেন ৷ নাগরিকদের অভাব-অভিযোগ সম্পর্কে জানতেই এই উদ্যোগ নেন মেয়র ৷ বিগত চার বছর ধরে চলছিল এই অনুষ্ঠান ৷ বর্তমানে প্রায়শই 'টক টু মেয়র' প্রায়শই বাতিল হচ্ছে ৷ চলতি মাস থেকে সম্ভবত আর হবে না এই অনুষ্ঠান । কলকাতা পৌরসভার ফেসবুক পেজে পোস্ট করে তা জানিয়ে দেওয়া হয়েছে । তার জেরে রীতিমতো সমস্য়ায় পড়েছেন নাগরিকরা ।

বেআইনি বাড়ি, নিকাশি বা জঞ্জাল সাফাই, ঠিকা জমি ও মিউটেশনের মতো গুরুত্বপূর্ণ সম্যসা জানিয়ে এই অনুষ্ঠানে মেয়রের কাছে ফোন করে থাকেন নাগরিকরা । এদিকে গত দু'সপ্তাহ ধরে এই পরিষেবা বন্ধ থাকায় অনেকেই সমস্যায় পড়েছেন । কেনও বন্ধ রাখা হয়েছে এই পরিষেবা তা নিয়েই প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে ৷ সে বিষয়ে সরকারিভাবে কোনও তথ্য জানানো হয়নি কর্তৃপক্ষের তরফে । এ বিষয়ে কর্পোরেশনের এক শীর্ষ কর্তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ''কর্পোরেশনের তরফে কোনও সমস্যা নেই । নির্বাচন ঘোষণা পঞ্চায়েত ভোটের জন্য মন্ত্রী হিসেবে বিভিন্ন জায়গায় বিভিন্ন বৈঠকে যোগ দিতে হচ্ছে ফিরহাদ হাকিমকে । আর যেহেতু মেয়র সরাসরি নাগরিকদের সঙ্গে কথা বলেন ওই অনুষ্ঠানে, তাই স্বাভাবিক ভাবেই তাঁর অনুপস্থিতিতে বাতিল করতে হচ্ছে ।''

আরও পড়ুন:বাড়ানো হোক দফা, 2013 মডেলে পঞ্চায়েত নির্বাচনের দাবি শুভেন্দুর

'টক টু মেয়র' অনুষ্ঠান বন্ধ প্রসঙ্গেই মেয়রকে কটাক্ষ করতেই পিছপা হয়নি বিরোধীরা ৷ বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, 'টক টু মেয়র' অনুষ্ঠান রাজনৈতিক ভাবে শো অফ। সত্যি যদি নাগরিক পরিষেবার কথা ভাবা হত, তা-হলে মেয়রের অনুপস্থিতিতে ডেপুটি মেয়র অনুষ্ঠাটি চালিয়ে যেতে পারতেন । আসলে পুরটাই আই ওয়াস। মেয়র নিজেও বুঝে গিয়েছন, এই অনুষ্ঠানের কোনও যথার্থতাই নেই ।'' একইভাবে বাম কাউন্সিলর তথা কর্পোরেশনের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মধুছন্দা দেব জানান, রাজনীতির জন্যই যে সবটা হয়, তা বর্তমান পরিস্থিতি থেকে স্পষ্ট । আসলে নাগরিক পরিষেবা গুরুত্ব পায় না তৃণমূল সরকারের কাছে, তা আবারও প্রমাণিত হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details