পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Citizen Forum Rally: নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে নাগরিক মঞ্চের মিছিল - ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট

দিন কয়েক আগে কলকাতায় আইএসএফের এক কর্মসূচি ছিল ৷ সেই কর্মসূচির জেরে উত্তপ্ত হয় ধর্মতলা চত্বর ৷ সেখান থেকেই গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ৷ বুধবার তাঁর নিঃশর্ত মক্তির দাবিতে মিছিল করল নাগরিক মুক্তমঞ্চ (Citizen Forum Rally at Kolkata) ৷

Citizen Forum Rally
Citizen Forum Rally

By

Published : Jan 25, 2023, 4:12 PM IST

Updated : Jan 25, 2023, 5:01 PM IST

নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে নাগরিক মঞ্চের মিছিল

কলকাতা, 25 জানুয়ারি: দক্ষিণ 24 পরগনার (South 24 Parganas) ভাঙড়ের বিধায়ক আইএসএফের নওশাদ সিদ্দিকীর (Naushad Siddique) মুক্তির দাবিতে উত্তাল কলকাতা ৷ বুধবার দুপুরে কলকাতার শিয়ালদা স্টেশন চত্বর থেকে নওশাদের মুক্তির দাবিতে মিছিল হয় ৷ সেই মিছিলের আয়োজক নাগরিক মুক্তমঞ্চ ৷ মঞ্চের আহ্বায়ক প্রসেনজিৎ বসু জানান, ভাঙড়ে যারা আইএসএফ (ISF) কর্মীদের উপর হামলা করল, তাদের পুলিশ গ্রেফতার করতে পারেনি ৷ অথচ নওশাদকে গ্রেফতার করা হয়েছে ৷ তাই তাঁরা নওশাদের নিঃশর্ত মুক্তির দাবিতে সরব হয়েছেন ৷

দিন কয়েক আগে কলকাতার ধর্মতলায় ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (Indian Secular Front) বা আইএসএফের এক কর্মসূচি ছিল ৷ সেই কর্মসূচির জেরে উত্তপ্ত হয় ধর্মতলা চত্বর ৷ সেখান থেকেই গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ৷ তার পর থেকে তিনি জামিন পাননি ৷ এই নিয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে ৷ তাই বুধবার তাঁর মক্তির দাবিতে একাধিক মিছিল হয় কলকাতায় ৷ তার মধ্য়ে একটি মিছিল করে নাগরিক মুক্তমঞ্চ ৷

সংগঠনের আহ্বায়ক প্রসেনজিৎ বসু জানান, ভাঙড়ে আইএসএফ কর্মীদের উপর হামলা হয়েছে ৷ যারা হামলা করেছে, তাদের পুলিশ গ্রেফতার করেনি ৷ উলটে গ্রেফতার করা হয়েছে বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ৷ সেই কারণেই নওশাদের উপর হামলার প্রতিবাদে এই মিছিলের ডাক দিয়েছেন তাঁরা ৷ একই সঙ্গে তিনি স্পষ্ট করেন যে তাঁদের এই মিছিলের সঙ্গে কোনও রাজনৈতিক সম্পর্ক নেই ৷ তবে রাজনৈতিক নেতাদের তিনি আহ্বান যে জানিয়েছেন, তা স্বীকার করে নিয়েছেন প্রসেনজিৎ ৷

কিন্তু নওশাদ তো একটি রাজনৈতিক দলের সদস্য ৷ বিধায়কও ৷ তাহলে কেন তাঁর সমর্থনে মিছিল ? এই প্রশ্নও উঠছে ৷ যদিও আগেই এই বিষয়টি স্পষ্ট করে রেখেছেন নাগরিক মুক্তমঞ্চের আহ্বায়ক ৷ তাঁর কথায়, তাঁরা এনআরসি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন ৷ সেই আন্দোলনের সঙ্গী নওশাদ ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, নওশাদ ছাড়াও সেদিনের ঘটনার জেরে আরও বেশ কয়েকজন আইএসএফ কর্মীকে গ্রেফতার করা হয়েছে ৷ সেদিন কলকাতা পুলিশের (Kolkata Police) আধিকারিকদের উপর হামলা হয় বলেও অভিযোগ উঠেছে ৷ সেই ঘটনাতেই গ্রেফতারি বলে জানা গিয়েছিল ৷ ধৃতদের মধ্যে একজন সেনা জওয়ানও রয়েছেন ৷ গতকাল, মঙ্গলবার আলমগির শেখ নামে ওই জওয়ানকে গ্রেফতার করে কলকাতা পুলিশ ৷

আরও পড়ুন:নওশাদের মুক্তির দাবিতে আত্মহত্যার চেষ্টা আইএসএফ কর্মীর

Last Updated : Jan 25, 2023, 5:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details