কলকাতা, 25 জানুয়ারি: দক্ষিণ 24 পরগনার (South 24 Parganas) ভাঙড়ের বিধায়ক আইএসএফের নওশাদ সিদ্দিকীর (Naushad Siddique) মুক্তির দাবিতে উত্তাল কলকাতা ৷ বুধবার দুপুরে কলকাতার শিয়ালদা স্টেশন চত্বর থেকে নওশাদের মুক্তির দাবিতে মিছিল হয় ৷ সেই মিছিলের আয়োজক নাগরিক মুক্তমঞ্চ ৷ মঞ্চের আহ্বায়ক প্রসেনজিৎ বসু জানান, ভাঙড়ে যারা আইএসএফ (ISF) কর্মীদের উপর হামলা করল, তাদের পুলিশ গ্রেফতার করতে পারেনি ৷ অথচ নওশাদকে গ্রেফতার করা হয়েছে ৷ তাই তাঁরা নওশাদের নিঃশর্ত মুক্তির দাবিতে সরব হয়েছেন ৷
দিন কয়েক আগে কলকাতার ধর্মতলায় ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (Indian Secular Front) বা আইএসএফের এক কর্মসূচি ছিল ৷ সেই কর্মসূচির জেরে উত্তপ্ত হয় ধর্মতলা চত্বর ৷ সেখান থেকেই গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ৷ তার পর থেকে তিনি জামিন পাননি ৷ এই নিয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে ৷ তাই বুধবার তাঁর মক্তির দাবিতে একাধিক মিছিল হয় কলকাতায় ৷ তার মধ্য়ে একটি মিছিল করে নাগরিক মুক্তমঞ্চ ৷
সংগঠনের আহ্বায়ক প্রসেনজিৎ বসু জানান, ভাঙড়ে আইএসএফ কর্মীদের উপর হামলা হয়েছে ৷ যারা হামলা করেছে, তাদের পুলিশ গ্রেফতার করেনি ৷ উলটে গ্রেফতার করা হয়েছে বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ৷ সেই কারণেই নওশাদের উপর হামলার প্রতিবাদে এই মিছিলের ডাক দিয়েছেন তাঁরা ৷ একই সঙ্গে তিনি স্পষ্ট করেন যে তাঁদের এই মিছিলের সঙ্গে কোনও রাজনৈতিক সম্পর্ক নেই ৷ তবে রাজনৈতিক নেতাদের তিনি আহ্বান যে জানিয়েছেন, তা স্বীকার করে নিয়েছেন প্রসেনজিৎ ৷