কলকাতা, 29 মে : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল গার্ডেনরিচ শিপ বিল্ডারস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের আরও এক CISF জওয়ানের । GRSEL সূত্রে খবর, কোরোনায় মৃত হেড কনস্টেবল সুশান্তকুমার ঘোষ(58) মুর্শিদাবাদের বাসিন্দা ছিলেন । কলকাতার এই জাহাজ প্রস্তুতকারী সংস্থার CISF ইউনিটে এনিয়ে এটি দ্বিতীয় মৃত্যু ।
এপর্যন্ত GRSEL-এ মোট 40 জন CISF জওয়ান কোরোনায় আক্রান্ত হয়েছেন । এর মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে । একজন চিকিৎসাধীন । বাকিরা সুস্থ হয়ে উঠেছেন। এর আগে, এই CISF ইউনিট থেকে 55 বছর বয়সি এক ASI পদমর্যাদার আধিকারিকের কোরোনায় মৃত্যু হয় । শিপ ইয়ার্ডের ক্যান্টিনে খেতে আসা জাহাজের কর্মীদের থেকে সংক্রমণ ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান কর্তৃপক্ষের । ইতিমধ্যেই CISF ইউনিট জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে ।