পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্কুলগুলিকে অনলাইনে ক্লাস নিতে অনুরোধ জানাল CISCE

লকডাউন পরিস্থিতিতে স্কুলগুলিকে অনলাইনে ক্লাস নেওয়ার অনুরোধ জানাল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন্স(CISCE) ৷

CISCE urges schools to take classes online
স্কুলগুলিকে অনলাইনে ক্লাস নিতে অনুরোধ জানাল CISCE

By

Published : Apr 1, 2020, 3:42 PM IST

কলকাতা, 1 এপ্রিল : কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন্স(CISCE)র জেরে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ৷ থেমে আছে পঠন পাঠন ৷ আর তাই পড়াশুনোয় যাতে ছন্দপতন না ঘটে, স্কুলগুলিকে অনলাইনে ক্লাস নেওয়ার অনুরোধ জানাল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন্স(CISCE) ৷

COVID-19 সংক্রমণ থেকে বাচঁতে গৃহবন্দী মানুষ ৷ কিন্তু এই সময়টিকে কাজে লাগাতে হবে বলে জানিয়েছে কাউন্সিল ৷ CISCE এর CEO গ্যারি অ্যারাথুন প্রধান শিক্ষকদের লিখিত আবেদনে জানিয়েছেন, পঠনপাঠনে যাতে কোনওরকম ক্ষতি না হয় ৷ তার জন্যে আধুনিক প্রযুক্তির সাহায্যে বিকল্প ব্যবস্থা নিতে হবে ৷

লকডাউনে চিন্তিত প্রধান শিক্ষকরাও ৷ এরকম চলতে থাকলে সিলেবাস শেষ করা অসম্ভব হয়ে উঠবে বলে জানান স্কুলের এক প্রধান শিক্ষক ৷ তিনি আরও জানান, কাউন্সিল এক মাস পরীক্ষা পিছোলে সিলেবাস শেষ করা সম্ভবপর হবে ৷

অ্যরাথুন জানান, কাউন্সিলের ওয়েবসাইটে বিগত বছরের প্রশ্নপত্র, নমুনা প্রশ্নপত্র ও বিষয়কেন্দ্রিক সমস্তরকমের সামগ্রী আছে ৷ এতে উপকৃত হবে ক্লাস ওয়ান থেকে টুয়েল্ভের ছাত্রছাত্রীরা ৷ পরীক্ষার প্রস্তুতি নিতে ICSE এবং ISC পরীক্ষার্থীদের তা ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details