কলকাতা, 1 এপ্রিল : কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন্স(CISCE)র জেরে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ৷ থেমে আছে পঠন পাঠন ৷ আর তাই পড়াশুনোয় যাতে ছন্দপতন না ঘটে, স্কুলগুলিকে অনলাইনে ক্লাস নেওয়ার অনুরোধ জানাল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন্স(CISCE) ৷
COVID-19 সংক্রমণ থেকে বাচঁতে গৃহবন্দী মানুষ ৷ কিন্তু এই সময়টিকে কাজে লাগাতে হবে বলে জানিয়েছে কাউন্সিল ৷ CISCE এর CEO গ্যারি অ্যারাথুন প্রধান শিক্ষকদের লিখিত আবেদনে জানিয়েছেন, পঠনপাঠনে যাতে কোনওরকম ক্ষতি না হয় ৷ তার জন্যে আধুনিক প্রযুক্তির সাহায্যে বিকল্প ব্যবস্থা নিতে হবে ৷