পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাকিস্তান থেকে ফোন করে তথ্য হাতানোর চেষ্টা, সতর্ক করল CID - CID warns everyone not to receive any calls from +92 number

+92 দিয়ে শুরু হওয়া নম্বর পাকিস্তানের । এমন নম্বর থেকে শুরু হওয়া ফোন ধরতে নিষেধ করল CID ।

গ্রাফিক্স 1

By

Published : Nov 19, 2019, 2:20 PM IST

Updated : Nov 19, 2019, 3:06 PM IST

কলকাতা, 19 নভেম্বর : নেট দুনিয়ায় অত্যন্ত সক্রিয় হয়েছে পাকিস্তানের হ্যাকাররা । তারা ফোন করছে বিভিন্ন ভারতের মোবাইলে । ফোন আসছে পশ্চিমবঙ্গেও । এসবই তথ্য হাতানোর চেষ্টা । ব্যক্তিগত গোপন তথ্য থেকে শুরু করে জাতীয় সুরক্ষার প্রশ্ন এই চেষ্টা রীতিমতো থ্রেট । তাই এ বিষয়ে সাবধান করল CID । দেওয়া হল হেল্পলাইন নম্বরও ।

+92 দিয়ে শুরু নম্বর । সেই নম্বরের ফোন আসছে ভারতীয়দের মোবাইলে । তারপর হাতিয়ে নেওয়া হচ্ছে নানা তথ্য । হাতিয়ে নেওয়া হচ্ছে ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য । এই ফোন ধরলে ফোনে পাঠিয়ে দেওয়া হচ্ছে ম্যালওয়ার ব়্যানস্যামওয়ার । তারপর হাতিয়ে নেয়া হচ্ছে ব্যাঙ্ক সংক্রান্ত তথ্যও । ইতিমধ্যেই এই সংক্রান্ত বেশ কিছু অভিযোগ পেয়েছে CID । আর তারপরই নড়েচড়ে বসেছে ভবানী ভবন । এই ধরনের অপরাধের তদন্ত করতে গিয়ে কোনও লাভ হচ্ছে না । কারণ +92 দিয়ে যে যে নম্বর শুরু হচ্ছে তা পাকিস্তানের । পাকিস্তানের সঙ্গে ভারতের কোনও বন্দী প্রত্যর্পণ চুক্তি নেই । সেদেশ থেকে প্রতারক নিয়ে আসা কার্যত অসম্ভব ।

সেই সূত্রেই CID-র তরফে নাগরিকদের সতর্ক করার উদ্যোগ নেওয়া হয়েছে । এমন ফোন এলে অভিযোগ জানাতে বলা হয়েছে 14407, 7980124487, 033 2449 0253 এই নম্বরগুলিতে । এক CID আধিকারিক জানান, সবচেয়ে ভালো উপায় হল যে পাকিস্তানের কোড দিয়ে শুরু হচ্ছে সেগুলি না ধরা । ধরলেই বিপদ ।

Last Updated : Nov 19, 2019, 3:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details