পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Lalan Sheikh Death Probe: লালনের মৃত্যুতে এবার জাহাঙ্গির শেখকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি - সিআইডি

সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনায় এ বার সেখানেই বন্দি জাহাঙ্গির শেখকে (CID to quiz Jahangir Sheikh ) জিজ্ঞাসাবাদ করবে সিআইডি (Lalan Sheikh Death Probe)৷ তবেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসবে বলে আশা করছেন সিআইডি-র গোয়েন্দারা (Bogtui Case)৷

cid-to-quiz-jahangir-sheikh-in-lalan-sheikh-death-case
লালনের মৃত্যুতে এবার জাহাঙ্গির শেখকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি

By

Published : Dec 15, 2022, 4:36 PM IST

কলকাতা, 15 ডিসেম্বর: সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনায় এ বার ওই একই জায়গায় বন্দি ভাদু শেখের ভাই জাহাঙ্গির শেখকে (CID to quiz Jahangir Sheikh ) জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি (Lalan Sheikh Death Probe)। রামপুরহাট আদালতের অনুমতি পেয়ে তাঁকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করবেন সিআইডি আধিকারিকরা ৷ কীভাবে লালন শেখের মৃত্যু হল এবং মৃত্যুর আগে কোনও পূর্বাভাস পাওয়া গিয়েছিল কি না, তা জানার চেষ্টা করা হবে (Bogtui Case)৷

সিআইডির গোয়েন্দারা অনুমান করছেন, জাহাঙ্গির শেখকে জিজ্ঞাসা করে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তাঁদের হাতে আসতে পারে । ভবানী ভবন সূত্রের খবর, 12 ডিসেম্বর যেদিন লালন শেখের মৃত্যু হয়, তার পরের দিনই ধৃত লালন শেখ এবং ভাদু শেখের ভাই জাহাঙ্গির শেখকে আদালতে পেশ করার কথা ছিল সিবিআই-এর । সিআইডির গোয়েন্দারা জাহাঙ্গির শেখকে জিজ্ঞাসাবাদ করে যে বিষয়গুলি জানতে চাইবেন সে গুলি হল...

1. ঘটনার দিন ক্যাম্প অফিসে কারা কারা উপস্থিত ছিলেন ?

2. সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে তাঁদের সঙ্গে কী রকম আচরণ করা হত ?

3. তাঁদের নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হত ?

4. জাহাঙ্গির শেখ সে দিন কী দেখেছিলেন ?

5. লালন শেখের মৃত্যুর আগে কোনও পূর্বাভাস পাওয়া গিয়েছিল ?

ভবানী ভবন সূত্রের খবর, রামপুরহাট আদালতে জাহাঙ্গির শেখকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়ে আবেদন করে সিআইডি। সেই আবেদন আদালত মঞ্জুর করেছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:'আমার স্বামীর দেহের উপর অনেক অত্য়াচার হয়েছে, আর নয় !' বললেন লালনের স্ত্রী

বগটুই কাণ্ডে প্রথম অবস্থায় সিআইডি তদন্তে নামলেও আদালতের হস্তক্ষেপে পরবর্তীকালে গোটা ঘটনার তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে । এরপরেই ভিন রাজ্য থেকে লালন শেখকে গ্রেফতার করে সিবিআই । রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে রাখা হয়েছিল লালন শেখকে । 12 ডিসেম্বর বিকেল 4.15 নাগাদ জানা যায়, গলায় ফাঁস লাগানো অবস্থায় লালন শেখের দেহ উদ্ধার হয়েছে রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিস থেকে । এরপরেই মৃত লালন শেখের স্ত্রী দফায় দফায় সিআইডি তদন্তের দাবি জানিয়ে অভিযোগ করেন যে, সিবিআই আধিকারিকরা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁর স্বামী লালন শেখকে হত্যা করেছেন ।

ABOUT THE AUTHOR

...view details