কলকাতা, 16 মে : আগামীকাল সকালবেলা শীতলকুচি যাচ্ছে সিআইডির একটি বিশেষ দল । স্থানীয় থানার আধিকারিকদের সঙ্গে সিআইডির গোয়েন্দারা কথা বলবেন । কথা বলবেন প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়দের সঙ্গে ৷ ভবানী ভবন সূত্রে এমনই খবর ।
বিধানসভা ভোট চলাকালীন শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে । ঘটনায় চারজন প্রাণ হারিয়েছিলেন । তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শীতলকুচি কাণ্ডে বিশেষভাবে তদন্ত শুরু করার নির্দেশ দেন ৷ ঘটনার তদন্তভার গ্রহণ করে সিআইডি প্রথমেই মাথাভাঙা থানার ইনস্পেকটর ইনচার্জকে ভবানী ভবনে তলব করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে । বয়ান রেকর্ড করা হয় । এরপর ঘটনার দিন শীতলকুচিতে কর্তব্যরত সেক্টর অধিকারিক এবং কিউআরটি-এর আধিকারিকদের জিজ্ঞাসাবাদের জন্য ভবানী ভবনে ডাকা হয় । তাঁদেরও বয়ান রেকর্ড করা হয় ৷ দীর্ঘক্ষণ ধরে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয় বলে সিআইডি সূত্রে খবর ।