পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Howrah Cash Recovery: ঝাড়খণ্ডের তিন বিধায়কের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনায় অসমের ব্যবসায়ীকে তলব সিআইডি'র - অসমের ব্যবসায়ীকে তলব সিআইডির

রবিবার অসমের ব্যবসায়ী অশোক ধনুকার বাড়িতে নোটিশ দিতে গেলে বাধার সম্মুখীন হয় সিআইডি ৷ ই-মেল মারফত নোটিশ পাঠানো হয়েছে ওই ব্যবসায়ীকে (CID in Howrah Cash Recovery Probe) ৷

Howrah Cash Recovery
ঝাড়খণ্ডের তিন বিধায়কের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা

By

Published : Aug 7, 2022, 11:06 PM IST

কলকাতা, 7 অগস্ট: ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের কাছ থেকে হাওড়ায় 49 লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় ফের গুয়াহাটি পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ সামনে আনল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ । জানা গিয়েছে, এই টাকা উদ্ধারকাণ্ডে গুয়াহাটির এক ব্যবসায়ী অশোক ধনুকার বাড়িতে রবিবার নোটিশ দিতে যায় সিআইডির এক প্রতিনিধি দল ।

অভিযোগ, ঠিক সেই সময়ে গুয়াহাটির ওই ব্যবসায়ীর বাড়ি চারপাশ থেকে ঘিরে ফেলে গুয়াহাটি পুলিশ এবং সিআইডির প্রতিনিধি দলকে সেখানে প্রবেশ করতে বাধা দেওয়া হয় ৷ ভবানী ভবন সূত্রের খবর, এরপর যখন সিআইডি'র গোয়েন্দারা ওই ব্যবসায়ীর বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন সেই সময়েও কয়েক কিলোমিটার পর্যন্ত সিআইডি'র গাড়িকে ফলো করতে থাকে গুয়াহাটির পুলিশ । পরে স্থানীয় থানায় গিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীর নামে একটি নোটিশ দেন সিআইডি'র গোয়েন্দারা (CID summons businessman from Assam in Howrah cash recovery probe) ।

ভবানী ভবন সূত্রের খবর, ই-মেল মারফত সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জানানো হয়েছে আগামিকাল অর্থাৎ সোমবার সকালবেলা তাঁকে ভবানীভবনে হাজিরা দিতে হবে ৷ হাওড়ায় ওই টাকা উদ্ধারের ঘটনার তদন্তে নেমে ঝাড়খণ্ডের কংগ্রেসের ওই তিন বিধায়ককে লাগাতার জিজ্ঞাসাবাদ করে সিআইডির গোয়েন্দারা জানতে পেরেছেন, এই কাণ্ডে বেশ কয়েক কোটি টাকা ঢেলেছেন অশোক ধনুকা নামে গুয়াহাটির এই ব্যবসায়ী । ফলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন ৷ তার জন্যই তাঁকে নোটিশ পাঠিয়ে কলকাতায় তলব করা হয়েছে ।

আরও পড়ুন: বালিগঞ্জে বিলাসবহুল গাড়িতে জয় রাইডের বলি 1 পথচারী, ধৃত মহিলা চালক

সিআইডি সূত্রে খবর, তদন্তে জানতে পারা গিয়েছে ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক অসমে গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং মোটা অংকের টাকা নেন ৷ সেই টাকা ব্যবসায়ী অশোক ধনুকার থেকেই এসেছিল বলে খবর ৷

ABOUT THE AUTHOR

...view details