কলকাতা, 7 অগস্ট: ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের কাছ থেকে হাওড়ায় 49 লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় ফের গুয়াহাটি পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ সামনে আনল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ । জানা গিয়েছে, এই টাকা উদ্ধারকাণ্ডে গুয়াহাটির এক ব্যবসায়ী অশোক ধনুকার বাড়িতে রবিবার নোটিশ দিতে যায় সিআইডির এক প্রতিনিধি দল ।
অভিযোগ, ঠিক সেই সময়ে গুয়াহাটির ওই ব্যবসায়ীর বাড়ি চারপাশ থেকে ঘিরে ফেলে গুয়াহাটি পুলিশ এবং সিআইডির প্রতিনিধি দলকে সেখানে প্রবেশ করতে বাধা দেওয়া হয় ৷ ভবানী ভবন সূত্রের খবর, এরপর যখন সিআইডি'র গোয়েন্দারা ওই ব্যবসায়ীর বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন সেই সময়েও কয়েক কিলোমিটার পর্যন্ত সিআইডি'র গাড়িকে ফলো করতে থাকে গুয়াহাটির পুলিশ । পরে স্থানীয় থানায় গিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীর নামে একটি নোটিশ দেন সিআইডি'র গোয়েন্দারা (CID summons businessman from Assam in Howrah cash recovery probe) ।