কলকাতা, 8 ফেব্রুয়ারি:যে বছর রাজ্যের সরকারি স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের কোনও পরীক্ষায় হয়নি, ঠিক সেই বছরই রহস্যজনকভাবে চাকরি পেয়েছেন অনিমেষ তিওয়ারি (Animesh Tiwari Recruitment Controversy) ! তদন্তে নেমে এমনটাই জানতে পেরেছেন সিআইডির গোয়েন্দারা ৷ তিনি মুর্শিদাবাদের একটি স্কুলে ভূগোলের শিক্ষক ৷ সেই একই স্কুলের প্রধান শিক্ষক তাঁর বাবা আশিস তিওয়ারি ৷ অভিযোগ, অনিমেষ তিওয়ারির এই নিয়োগ বৈধ নয় ৷ আদালতের নির্দেশে সেই ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি ৷ আর তাতেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ৷ যার জেরে এবার অনিমেশ তিওয়ারির বাবা তথা সংশ্লিষ্ট স্কুলেরই প্রধান শিক্ষক আশিস তিওয়ারিকে তলব করল সিআইডি ৷
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা ৷ ভবানী ভবন সূত্রে জানা গিয়েছে, মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সিআইডিকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে অনিমেষ তিওয়ারি নামে কোনও ব্যক্তির চাকরি সংক্রান্ত কোনও সুপারিশ করা হয়নি ৷ প্রশ্ন হল, তাহলে অনিমেষ তিওয়ারি চাকরি পেলেন কীভাবে (Teacher Recruitment Scam) ? তাও আবার সেই বছর, যে বছরে শিক্ষক নিয়োগের জন্য রাজ্যে কোনও পরীক্ষাই নেওয়া হয়নি ! বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়েছে ৷ আর সেই জট কাটাতেই আগামী 10 ফেব্রুয়ারি সকাল 10টা 30 মিনিটের মধ্যে অনিমেষের বাবা আশিস তিওয়ারিকে ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে ৷ একইসঙ্গে, এই মামলায় সংশ্লিষ্ট ডিআই অফিসের একাধিক কর্মীকেও তলব করা হয়েছে।