পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিউটাউনে 2 ট্রাক ভরতি নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত, গ্রেপ্তার 6 - 6 arrested

কাজ করছিল বড়সড় আন্তর্জাতিক মাদক পাচার চক্র । গোপন সূত্রে খবর পেয়ে, দুটি ট্রাক আটক করে CID । উদ্ধার হয়েছে 36 হাজার বোতল ফেনসিডিল । গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে ।

মাদক পাচার

By

Published : Aug 29, 2019, 10:36 PM IST

কলকাতা, 29 অগাস্ট : রীতিমতো ট্রাকে করে নিষিদ্ধ কাফ সিরাপ বের করা হচ্ছিল নিউটাউন থেকে । কাজ করছিল বড়সড় আন্তর্জাতিক মাদক পাচার চক্র । গোপন সূত্রে খবর পেয়ে, দুটি ট্রাক আটক করে CID । উদ্ধার হয়েছে 36 হাজার বোতল ফেনসিডিল । গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে । গোয়েন্দাদের সন্দেহ, ওই ফেনসিডিল বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যেই কলকাতায় আনা হয়েছিল ।

বাংলাদেশে ফেনসিডিলের চাহিদা ব্যাপক । যুব সমাজের অনেকেই এই নেশায় আশক্ত । দু'দেশের ইন্টেলিজেন্সের দাবি, বাংলাদেশ যেভাবে মায়ানমার থেকে ইয়াবা পাচার হয়, ঠিক সেভাবেই ভারত থেকে পাচার হয় ফেনসিডিল । শেষ কয়েক মাসে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) প্রচুর ফেনসিডিল বাজেয়াপ্ত করেছে । গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে । এমন কী আজও গাইঘাটা সীমান্ত থেকে 2000 বোতল ফেনসিডিল উদ্ধার করে BSF । সমীর মণ্ডল নামে গাইঘাটার এক বাসিন্দাকে গ্রেপ্তার করে BSF । সমীর মণ্ডলকে নার্কোটিকস কন্ট্রোল বিওরো(NCB)-র হাতে হস্তান্তর করে BSF । তারপরও পাচারকারীদের অবশ্য কোনও হেলদোল নেই । স্মাগলাররা চোরাগোপ্তা ভাবে বাংলাদেশে ফেনসিডিল পাচার করছে । গোয়েন্দাদের দাবি, এ বিষয়ে বেশ কিছু চক্র সক্রিয় রয়েছে গোটা দেশেই ।


গতরাতে গোপন সূত্রে খবর পায় CID । সোর্স খবর দেয়, রাতেই নিউটাউন এলাকা থেকে রওনা দেবে 2 ট্রাক ফেনসিডিল । সেইমতো নারকেল বাগান এলাকায় দুটি ট্রাক আটক করা হয় । সেগুলিকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 36 হাজার বোতল ফেনসিডিল । যার বাজার মূল্য 56 লাখ টাকা । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আজ়াদ খান, সরজিৎ খান, শংকর হালুই, কৃপাল সিং এবং আনন্দ মণ্ডলকে । ধৃতদের আজ বারাসত আদালতে পেশ করা হলে 14 দিনের CID হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

ABOUT THE AUTHOR

...view details