কলকাতা,25 জুলাই : মরসুম শুরু আগেই সবচেয়ে বড় চমক দিল মোহনবাগান । গত মরসুমে লাল-হলুদ জার্সিতে অন্যতম সেরা পারফর্মার লালরাম চুলোভাকে সই করিয়েছে সবুজ-মেরুন শিবির । 23 বছর বয়সি চুলোভা 20015-16 মরসুমে আইজল এফসির হয়ে খেলার সময় সকলের নজরে পড়েন । মোহনবাগানের বিরুদ্ধেই অভিষেক হয়েছিল তাঁর ।
চুলোভাকে ছিনিয়ে নিয়ে দলবদলে চমক মোহনবাগানের - CFL
লাল-হলুদ ছেড়ে চিরপ্রতিদ্বন্দ্বী সবুজ-মেরুনে চুলোভা । দলের সঙ্গে যোগ দেবেন খুব শীঘ্রই । দলের অন্যতম সেরা ফুটবলার শত্রুশিবিরে নাম লেখানোয় হতাশ লাল-হলুদ জনতা ।
2016-17 মরসুমে খালিদ জামিলের কোচিংয়ে আইজল এফসির আই লিগ জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি । 2017-18 মরসুমে খালিদের সঙ্গেই ইস্টবেঙ্গলে চলে আসেন চুলোভা । গত মরসুমে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার কোচিংয়েও দুরন্ত ফুটবল খেলেছিলেন তিনি । 2019-20 মরসুমে চুলোভাকে পেতে আই লিগ ও ISL-এর দলগুলো ঝাঁপিয়েছিল । শেষ পর্যন্ত মোহনবাগানের পক্ষে সই করলেন দুই উইংব্যাক হিসেবে খেলতে দক্ষ চুলোভা ।
খুব শীঘ্রই তিনি কিবু ভিকুনার কোচিংয়ে যোগ দেবেন । কোনও সন্দেহ নেই চুলোভার যোগদানে মোহনবাগানের শক্তি বাড়ল । কলকাতা লিগে মোহনবাগানের প্রথম ম্যাচ ২৬ জুলাই । নিজেদের মাঠে সবুজ মেরুন তাদের প্রথম ম্যাচ খেলা নিয়ে সংশয় রয়েছে । তবে প্রথম ম্যাচ না হলেও চার বা পাঁচ নম্বর ম্যাচে সবুজ মেরুন জার্সিতে চুলোভাকে দেখা যেতে পারে । গত মরসুমের অন্যতম সেরা ফুটবলারের দলবদলে লাল হলুদ সমর্থকদের মধ্যে হতাশা স্পষ্ট ।