কলকাতা, 21 ডিসেম্বর:সামনেই বড়দিন ৷ দু বছরের করোনাকাল কাটিয়ে ক্রিসমাস (Christmas 2022) উদযাপনের যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছেন শহরবাসী ৷ কেকের দোকানগুলিতে উপচে পড়েছে ভিড় ৷ কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় কেকেরও দাম (Cake Price) এ বছর কিছুটা বেশি ৷ তবে পকেটে টান পড়লেও উৎসাহে কমতি নেই মানুষজনের ৷
চলতি বছরে ময়দা, মাখন, চিনি ও ডিমের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী । দু'ধাপে বেড়েছে পাউরুটির দামও । সেই দাম বৃদ্ধির ধাক্কা এ বার পড়েছে বড়দিনের কেকে । তাই গত বছর থেকে সব ধরনের কেকেরই 20-30 শতাংশ দাম বৃদ্ধি পেয়েছে এ বছর । বড়দিনের আগে থেকেই সার্বিক ভাবে বেকারির দোকানগুলোতে বিক্রি হওয়া কেকের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে । বড়দিনের বাজার শুরু হতেই সেই দাম আরও ঊর্ধ্বমুখী ।
চলতি বছরের প্রথম দিকে চিনির দাম 3500 টাকা এক বস্তা (50 কেজি) ছিল, যা বছরের মাঝামাঝি এসে বস্তা প্রতি 3800-3900 টাকা হয়েছে । দাম বেড়েছে ময়দারও । খুচরো ময়দা প্রতি কেজি ছিল 30-32 টাকা, যা বাড়তে বাড়তে বর্তমানে কেজি প্রতি 36 টাকা দাঁড়িয়েছে । কোম্পানির প্যাকেট করা ময়দা এক কেজির দাম 40 টাকা । একটা ডিমের দাম ছিল 4.50 টাকা, তা এখন গিয়ে দাঁড়িয়েছে 6.50 টাকায় ৷ কোথাও কোথাও আবার ডিম প্রতি 7 টাকাও দাম নিচ্ছেন দোকানদাররা ৷ মাখনের দাম প্রতি কেজি প্রায় 550 টাকা । কাঁচামালের এমন দাম বৃদ্ধির জেরে এ বার বড়দিনের কেক কিনতে গিয়ে হোঁচট খেতে হচ্ছে ক্রেতাদের ।