কলকাতা, 6 সেপ্টেম্বর: মহালয়ার দিনেই সাধারণের জন্য খুলে দেওয়া হতে পারে নতুন টালা সেতু (Tala Bridge will open on Mahalaya)। সেই সঙ্গেই তার পাশে থাকা জরাজীর্ণ চিৎপুর সেতুর ভাঙার কাজ শুরু হবে । সেখানেও তৈরি হবে নয়া উড়ালপুল । সেজন্য সেতুর নিজে বসবাসকারীদের অন্যত্র নিয়ে যাওয়ার ব্যাবস্থা করবে সরকার । পৌরনিগমে পৌর ও নগরোন্নয়ন দফতরের সচিব খলিল আহমেদের নেতৃত্বে এক বৈঠকে এই পরিকল্পনা চুড়ান্ত করা হয় । ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ ।
কেএমডিএ (Kolkata Metropolitan Development Authority)-র আধিকারিকদের পাশপাশি উপস্থিত ছিলেন স্থানীয় 1 নম্বর বোরোর চেয়ারম্যান তরুণ সাহা এবং 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুমন সিং । এই সেতুটি দেখভালের দায়িত্বে কেএমডিএ। ইতিমধ্যে সেতুর সমীক্ষা শেষ ।
আরও পড়ুন:চিকিৎসায় গাফিলতিতে হরিদেবপুরে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, জানাল পৌরনিগম
পৌরনিগম সূত্রের খবর, চিৎপুর সেতুর নিচে 80টি পরিবার বসবাস করেন । দু-একদিনের মধ্যেই পুনর্বাসন সংক্রান্ত আলোচনা শুরু হবে তাদের সঙ্গে । এই আলোচনায় অগ্রণী ভূমিকা পালন করবেন স্থানীয় জনপ্রতিনিধিরা । সম্ভবত কাছেই রেলের একটি জমিতে তাঁদের পুনর্বাসন দেওয়া হতে পারে । রেলকে জমিটি দেওয়ার জন্য আবেদনও জানানো হয়েছে পৌরনিগমের তরফে ।
উল্লেখ্য, নতুন টাালা সেতুতে 6টি লেন থাকতে চলেছে । সিংহভাগ কাজই শেষ হয়ে গিয়েছে । বিবেকানন্দ উড়ালপুল বা মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর সরকারের তরফে ছোট বড় সব সেতুর স্বাস্থ্য পরীক্ষা শুরু হয় । কোথাও রক্ষণাবেক্ষণের অভাব নজরে পড়লেই সেটা মেরামতির কাজ শুরু হয় । সেভাবেই বেহাল অবস্থা হওয়া থাকা টালা সেতুটিকে ভেঙে ফেলা হয়। আড়াই বছর বাদে আবারও খুলে যেতে চলেছে টালা সেতু ।