পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শুক্রবার থেকে 3 দিন বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল - চিংড়িঘাটা উড়ালপুল

স্বাস্থ্য পরীক্ষার জন্য তিননিদ বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল ৷

চিংড়িঘাটা উড়ালপুল

By

Published : Sep 4, 2019, 11:37 PM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর : গাড়ির গতি বেঁধে দেওয়া হয়েছিল আগেই । পরে KMDA-র পরামর্শ মেনে চিংড়িঘাটা উড়ালপুল দিয়ে নিষিদ্ধ করা হয় ভারী যান চলাচল । আর এবার তিন দিনের জন্য বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল । শুক্রবার রাত 9 টা থেকে সোমবার রাত আটটা পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য এই উড়ালপুল বন্ধ থাকবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ এবং KMDA ।

খুব বেশি পুরোনো নয় এই উড়ালপুল । এরই মাঝে চিংড়িঘাটা উড়ালপুলে দেখা দেয় ফাটল । সেই সময় অবশ্য মেরামতির কাজ করা হয়েছিল কিছুটা । KMDA-র বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে রিপোর্ট দেন, উড়ালপুলের অবস্থা ভালো নয় । আর তাই কলকাতা পুলিশের পক্ষ থেকে কিছুদিন আগেই জারি করা হয় একটি বিজ্ঞপ্তি । তাতে বলা হয় 30 কিলোমিটারের বেশি গতিতে এই উড়ালপুল দিয়ে যানবাহন চলাচল করতে পারবে না । আসলে বেশি গতিতে যান চলাচল করলে সেতুর কম্পন বেশি হয় । তা থেকে বাড়ে দুর্ঘটনার সম্ভাবনা । সেই সূত্রেই বেঁধে দেওয়া হয় গাড়ির গতিবেগ । পাশাপাশি ভারী যান চলাচলের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ হয় এই সেতুতে ।

শিয়ালদা উড়ালপুল, অরবিন্দ সেতু, জীবনানন্দ সেতু সহ একাধিক উড়ালপুলের ইতিমধ্যেই স্বাস্থ্য পরীক্ষা করেছে KMDA ৷ এবার স্বাস্থ্য পরীক্ষা হবে চিংড়িঘাটা উড়ালপুলের । তাই শুক্রবার রাত 9 টা থেকে সোমবার রাত আটটা পর্যন্ত বন্ধ থাকবে এই উড়ালপুল । তখন নিয়ন্ত্রণ করা হবে বাইপাসের যান চলাচল । কম সময়ে এয়ারপোর্ট যাওয়ার জন্য এই উড়ালপুল ব্যবহার করেন দক্ষিণ কলকাতার মানুষ ৷ এছাড়া, সল্টলেকের সরকারি দপ্তর, সেক্টর ফাইভ কিংবা নিউ টাউন IT পার্কের কর্মীরা এই উড়ালপুল ব্যবহার করেন নিত্যদিন । কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, গাড়িগুলি বেলেঘাটা ক্রসিং থেকে ডান দিকে ঘুরিয়ে দেওয়া হবে । সেখান থেকে করুণাময়ী হয়ে সেক্টর ফাইভ বা নিউটাউনের দিকে যাওয়া যাবে গাড়িগুলি ।

ABOUT THE AUTHOR

...view details