পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee : ওটা সাধারণ জ্বর, উত্তরবঙ্গে শিশু মৃত্যুর কারণ জ্বর নয়; মন্তব্য মমতার

বেশ কয়েকদিন ধরে অজানা জ্বরে (Mystery fever) আক্রান্ত হওয়ার খবর আসছে রাজ্যের একাধিক জেলা থেকে । আজ এসএসকেএম-এ বৈঠকের পর শিশুদের জ্বরের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । তবে তা অজানা জ্বর নয় বলে জানিয়েছেন তিনি ৷ সাধারণ জ্বরেই আক্রান্ত হচ্ছে শিশুরা ৷

মমতা
মমতা

By

Published : Sep 16, 2021, 9:01 PM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর : অজানা জ্বর নয় ৷ সাধারণ জ্বরেই আক্রান্ত হচ্ছে শিশুরা । মৃত শিশুদের অন্য অসুখ ছিল । বৃহস্পতিবার এসএসকেএম থেকে বেরিয়ে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

বেশ কয়েকদিন ধরে অজানা জ্বরে (Mystery fever) আক্রান্ত হওয়ার খবর আসছে রাজ্যের একাধিক জেলা থেকে । প্রথমে উত্তরের জেলা জলপাইগুড়ি (Jalpaiguri) থেকে জ্বরের সূত্রপাত হলেও অন্তত 12 টি জেলায় ছড়িয়ে পড়েছে সেই জ্বর । গত দু’দিনে মৃত্যু হয়ছে প্রায় 6 শিশুর । জ্বরের কারণ এখনও কেন জানা গেল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই । এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অভিযোগ, রাজ্য সরকার বিষয়টাতে গুরুত্বই দিচ্ছেন না। তাঁর দাবি, রাজ্য সরকার শুধুই ভবানীপুরের উপনির্বাচন (Bhabanipur by election) নিয়ে মাতামাতি করছে । তাই জ্বরের পরিস্থিতিতে নজর দিতে কেন্দ্রীয় দল পাঠানোর আবেদন জানালেন তিনি । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে (Mansukh Mandaviya) চিঠি লিখেছেন তিনি । রাজ্যের বিরোধী দলনেতা যেদিন এই অভিযোগ তুলেছেন ঠিক সেইদিনই এসএসকেএম হাসপাতালে 5 মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে স্বাস্থ্যপরিকাঠামো উন্নয়ন নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী । সেই বৈঠকে খুব স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গসহ একাধিক জেলায় এই অজানা জ্বর নিয়ে আলোচনা হয়েছে । বৈঠক শেষে রাজ্য স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানালেন, উত্তরবঙ্গে ‘অজানা’ জ্বরের প্রকোপ নিয়ে খুব একটা উদ্বেগের কিছু নেই । ভাইরাসটি চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যে । একইসঙ্গে স্বাস্থ্য দফতরের তরফ থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত জ্বরের কারণে যে শিশুদের মৃত্যুর কথা বলা হচ্ছিল । তাদের মৃত্যুর কারণ জ্বর নয় ।

আরও পড়ুন,Malda Medical : মালদা মেডিক্যালে শিশু মৃত্যু বেড়ে হল 3 ; অস্বাভাবিক নয়, দাবি কর্তৃপক্ষের

এদিন বৈঠকে শিশুদের জ্বরের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । আর তাই সমস্ত হাসপাতালে শিশুদের জন্য আলাদা একটি ওয়ার্ড করার কথা বলেন তিনি । সেখানেই শিশুদের চিকিৎসার সবরকম ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে । এদিন বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গ-সহ রাজ্যে জ্বরে আক্রান্ত শিশুদের সম্পর্কে খোঁজ নিয়েছেন তিনি । স্বাস্থ্য দফতরের গঠিত বিশেষজ্ঞ কমিটি পরিস্থিতির উপর নজর রাখছে বলেও উল্লেখ করেন মমতা । পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছেন, ওটা সাধারণ জ্বর ৷ যারা মারা গিয়েছে তাদের অন্য অসুখ ছিল ৷ তবে আপাতত মমতা ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনের প্রার্থী । তিনি নির্বাচনী আদর্শ আচরণবিধির অধীন । সে কারণেই এখন এই বিষয়ে বিশদে কিছু জানাতে চান না বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন,Fever in Children : শিশুদের অজানা জ্বর নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে চিঠি শুভেন্দুর

এদিন রাজ্যে শিশুদের জ্বরে আক্রান্ত হওয়ার কারণ জানতে এবং তাদের চিকিৎসার রূপরেখা তৈরি করতে বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে স্বাস্থ্য ভবন । সেই কমিটি পুরো বিষয়ের উপর নজর রাখছে বলে জানান স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম । স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে আক্রান্ত শিশুদের লালারসের নমুনা পরীক্ষা করে ইনফ্লুয়েঞ্জা বি এবং রেসপিরেটরি সিনসিটায়াল ভাইরাস পাওয়া গিয়েছে বলেও উল্লেখ করেন তিনি । তাই ‘অজানা’ জ্বর নয়, মূলত ওই দুই কারণেই শিশুরা জ্বরে আক্রান্ত হয়েছে বলে জানান স্বাস্থ্যসচিব । তিনি আরও বলেন, "অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য ওষুধ এবং প্রয়োজনীয় অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে এবং শিশুদের চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিকাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে । উত্তরবঙ্গের যে সব হাসপাতালে আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে, সেই সব হাসপাতাল পরিদর্শন করেছেন বিশেষজ্ঞরা । আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালগুলিতে শয্যা বাড়ানোর নির্দেশও দিয়েছে স্বাস্থ্য দফতর ।"

ABOUT THE AUTHOR

...view details