কলকাতা, 17 এপ্রিল : শৈশব ফিরিয়ে দিয়েছে লকডাউন । COVID-19-এর দাপটে বিশ্ব জুড়ে উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেও শিশুরা স্বস্তিতে রয়েছে । বাড়িতে বেশিরভাগ সময়ই কাছে পাচ্ছে বাবা-মা'কে । তবে, এই বাবা-মা'রাই লকডাউনে শিশুদের ভ্যাকসিন পিছিয়ে যাওয়া বা ছোটোখাটো অসুস্থতা নিয়ে চিন্তায় পড়ছেন । তাঁদের নির্ভয়ে থাকতে বলছেন চিকিৎসকরা ।
বিশ্বজুড়ে COVID-19-এর থাবায় পরিস্থিতি ক্রমে আরও উদ্বেগজনক হয়ে উঠছে । কবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে, সেই বিষয়টি প্রশ্নের মুখে । এ দিকে, COVID-19-এর মোকাবিলায় দেশজুড়ে লকডাউনের মেয়াদ বাড়িয়ে আগামী 3 মে পর্যন্ত করা হয়েছে । সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে দেশজুড়ে 170টি জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য মন্ত্রক । কলকাতা, হাওড়া-সহ এ রাজ্যের 12টি জেলা রয়েছে এই হটস্পট জেলার তালিকায় । এই ধরনের পরিস্থিতির মধ্যে শিশুদের জন্য অন্য এক স্বস্তির কথা শোনাচ্ছেন চিকিৎসকরা ।
লকডাউনের জন্য সকলকে বাড়িতেই থাকতে হচ্ছে । তার জন্য বাবা-মা'কে অনেক বেশি সময় নিজের কাছে পাচ্ছে শিশুরা । এবিষয়ে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক প্রভাসপ্রসূন গিরি বলেন, "লকডাউনের মধ্যে পজ়িটিভ একটি বিষয়, যে পরিবারে মা-বাবা দু'জনেই চাকরি করেন, সন্তানের জন্য সময় দিতে পারেন না, তাঁরা এখন বাড়িতে থাকছেন । মা-বাবাকে কাছে পাচ্ছে শিশুরা ।" অন্য এক শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক প্রিয়ঙ্কর পাল বলেন, "লকডাউনের এই সময়ে পরিবারের সদস্যদের মধ্যে মা-বাবার সঙ্গেও শিশুরা এখন ঘরে আছে । অধিকাংশ শিশু এখন সারাদিন তাদের মা-বাবাকে সেভাবে পায় না । মা-বাবা এখন সর্বক্ষণ তাদের সঙ্গে আছে, তাতে শিশুরা আনন্দে আছে ।"