কলকাতা, 5 মার্চ: রাজ্যজুড়ে ক্রমেই বাড়ছে অ্যাডিনো ভাইরাসে মৃত্যুর সংখ্যা (Child Death Due to Adenovirus)। শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত বড় সংখ্যায় শিশুমৃত্যুর খবর সামনে এসেছে। স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী সংখ্যাটা 6। তার মধ্যে একটি শিশু অ্যাডিনো ভাইরাসে আক্রান্তের কারণে মারা গিয়েছে। গত 9 দিনে এই নিয়ে 36 শিশুর মৃত্যু হল ৷ ফলে ক্রমেই চিন্তা বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস ৷
জ্বর-সর্দি-কাশির (Adenovirus Symptoms) জেরে নাজেহাল রাজ্যের শিশুরা। একের পর এক হাসপাতাল ক্রমেই বাড়ছে শিশু রোগীর সংখ্যা। মৃত্যুর সংখ্যাও বাড়ছে। শোনা যাচ্ছে, রবিবার ভোররাত থেকে দুপুর পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় 6টি শিশুর। তার মধ্যে একজনই কেবল অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত ছিল। শিশুটি মেটিয়াবুরুজ সংলগ্ন নাদিয়াল থানা এলাকার বাসিন্দা। আতিফা খাতুনের 1 বছর 7 মাস বয়স। শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। অন্যদিকে, উত্তর 24 পরগনার দেগঙ্গার এক শিশুও মারা গিয়েছে ৷ গত 10 তারিখ তাকে ভরতি করা হয় বিসি রায় হাসপাতালে। আজ সকাল 10টা নাগাদ তার মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে অ্যাডিনো ভাইরাস।