কলকাতা, 26 ফেব্রুয়ারি: জেলা সফরে থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব অনুষ্ঠান করবেন, সেই অনুষ্ঠানগুলিতে আর রান্না করা খাবার পরিবেশ করা যাবে না (no more Cooked Food in CM Programme) ৷ শনিবার এই মর্মে রাজ্যের সমস্ত জেলাশাসককে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী (Chief Secretary Hari Krishna Dwivedi) ৷
নবান্ন সূত্রে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে ভার্চুয়াল বৈঠকে আলোচনা হয়েছে ৷ সেই বেঠকে যোগদানকারী জেলাশাসকদের মুখ্যসচিব বলেন, মুখ্যমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রী ও নানা প্রকল্পের সুবিধাভোগীদের রান্না করা খাবার পরিবেশন করা হয় ৷ কিন্তু, সেই খাবারের মান নিয়ে অভিযোগ উঠেছে ৷ মুখ্যমন্ত্রীর যে কোনও অনুষ্ঠানেই (প্রশাসনিক সভা বাদে) প্রচুর মানুষের জমায়েত হয় ৷ ফলে তাঁদের মধ্য়ে বিলি করা খাবারের পরিমাণও বিপুল হয় ৷ আর এই বিপুল পরিমাণ খাবার রান্না করতে গিয়েই মাঝেমধ্যে তার মানের সঙ্গে আপস করা হচ্ছে বলে অভিযোগ ৷ এক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, জেলা প্রশাসনগুলি চাইলে এখন থেকে এইসমস্ত রান্না করা খাবারের পরিবর্তে প্যাকেটবন্দি শুকনো খাবার বিকল্প হিসাবে বেছে নিতে পারে ৷ উল্লেখ্য, সম্প্রতি উত্তরবঙ্গের একটি অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের বিরিয়ানি দেওয়া হয়েছিল ৷ কিন্তু, সেই বিরিয়ানি পচে গিয়েছিল বলে অভিযোগ ৷ বিষয়টি নিয়ে শনিবারের ভার্চুয়াল বৈঠকে আলোচনা হয় ৷ সেখানেই নয়া সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যসচিব।
আরও পড়ুন:শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে দেওয়া হল পচা বিরিয়ানি, অসুস্থ একাধিক পড়ুয়া