কলকাতা, 30 সেপ্টেম্বর: রাজ্যে ভয়াবহ পর্যায়ে ডেঙ্গি পরিস্থিতি ৷ এরকম অবস্থায় আজ নবান্নে ফের উচ্চ পর্যায়ের বৈঠক বসছে ৷ মুখ্যসচিবের নেতৃত্বে এই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন সব জেলার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সহ স্বাস্থ্য দফতরের রাজ্য ও জেলা স্তরের কর্তারা ৷ আজকের বৈঠকে বড় বড় হাসপাতালগুলির সুপারদেরও উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সব মিলিয়ে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় কী কী করণীয় ? কেন পরিস্থিতি স্বভাবিক করা যাচ্ছে না ? তা জেলা ধরে আলোচনা হতে পারে ৷ ডেঙ্গি মোকাবিলার সঙ্গে যুক্ত সকল আধিকারিকদের সপ্তাহের শুরুতেই ছুটি বাতিল করার কথা ঘোষণা করেছে নবান্ন ৷
প্রশাসনিক সূত্রের দাবি, গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে ৷ তা সত্ত্বেও, রাজ্যের এখনও বেশ কয়েকটি জেলায় আক্রান্তের সংখ্যা উদ্বেগের জায়গায় রয়েছে ৷ এদিকে আগামী সপ্তাহেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে ৷ ফলে, ডেঙ্গির বাড়বাড়ন্ত হতে পারে বলে আশংকা করছে স্বাস্থ্য দফতর ৷ সেই পরিস্থিতি যাতে তৈরি না হয়, তা নিশ্চিত করতেই আজকের বৈঠক বলে মনে করছে বিশেজ্ঞমহল ৷ সার্বিকভাবে ডেঙ্গি সংক্রমণের গ্রাফ যাতে ঊর্ধ্বমুখী না হয়, তার পরিকল্পনা করতে আজকের এই বৈঠক ৷