পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগামীকাল রাজভবন আসছেন মুখ্যসচিব ও রাজ্য পুলিশের DG - রাজ্যপাল

অবশেষে রাজভবন আসছেন মুখ্যসচিব ও রাজ্য পুলিশের DG । আগামীকাল রাজ্যপালের সঙ্গে বৈঠক করবেন ।

governor
জগদীপ ধনকড়

By

Published : Dec 17, 2019, 9:17 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর : অবশেষে নবান্ন-রাজভবন সাক্ষাৎ । আগামীকাল রাজ্য সরকারের তরফে মুখ্যসচিব ও রাজ্য পুলিশের DG-র সঙ্গে বৈঠক করবেন রাজ্যপাল জগদীপ ধনকড় । আজ একথা জানান স্বয়ং রাজ্যপাল জগদীপ ধনকড় । তিনি টুইট করে এ কথা জানিয়েছেন ।

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 নিয়ে রাজ্যজুড়ে যে বিক্ষোভ শুরু হয়েছে, তা নিয়ে আলোচনার জন্য রাজ্য পুলিশের DG পি বীরেন্দ্র এবং মুখ্য সচিব রাজীব সিনহাকে রবিবার সন্ধ্যেয় ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । গতকাল সকাল 10 টায় তাঁদের রাজভবনে ডেকে পাঠানো হয়েছিল । কিন্তু দুজনের কেউ সেই নির্দেশ পেয়েও রাজভবনে যাননি ।

আজ বিকেলে রাজ্যপাল একটি টুইট করেন । সেখানে রাজ্য সরকারকে দূরত্ব সরিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান । তিনি লেখেন, "বিধানসভার ফলপ্রসূ পরিদর্শনের পর এবার সময় রাজভবনের । রাজ্য সরকারের সঙ্গে সমস্তরকম দূরত্ব ঘুচিয়ে গণতন্ত্রের সাফল্যের জন্য একসঙ্গে কাজ করার সময় এসেছে । আমি মুখ্যমন্ত্রীর থেকে ইতিবাচক উত্তর পাওয়ার আশায় রইলাম ।" তাঁর এই টুইটের পর তিনি ফের একটি টুইট করেন । সেখানে তিনি জানান, মুখ্যসচিব রাজ্য পুলিশের DG-কে রাজভবনে আসার ইঙ্গিত দিয়েছেন ।

রাজ্যপাল শেষ একটি টুইট করেন । তাতেই তিনি লেখেন, "মুখ্যসচিবের কাছ থেকে মেসেজ এসেছে । আগামীকাল দুপুর 3 টের সময় রাজ্য পুলিশের DG-কে নিয়ে তিনি রাজভবনে আসছেন । আমি এই বৈঠক নিয়ে আশাবাদী ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details